সর্বশেষ
পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতা
কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে ইবি শিক্ষার্থীদের অনশন
বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চলছে: তারেক রহমান
গণঅধিকার পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক
সিনিয়র অফিসার পদে লোক নেবে বিকাশ
সরকার না সরালে পদত্যাগ করব না: কুয়েট ভিসি
পহেলগাঁওকাণ্ডে হৃদয় ভেঙে গেছে বলিউড তারকাদের
প্রধান উপদেষ্টাকে সাবধানে থাকার পরামর্শ মির্জা আব্বাসের
একাধিক কাজ নিয়ে মিষ্টি জান্নাতের ব্যস্ততা
পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, অনলাইনে তোলপাড়!
সোনার দাম সকালে বাড়ল বিকেলে কমল
‘এক বাক্সে ভোট পাঠাতে’ সমমনা ৫ ইসলামি দলের ঐকমত্য
ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদি সরকার: মামুনুল হক
কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হলও খুলেছে
কাঠগড়ায় ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু

সোনারগাঁওয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে বাস উলটে নিহত ১, আহত ১০

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে উলটে গিয়ে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় পতিত যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্স মহাসড়কে উলটে পড়ে থাকায় মল্লিকেরপাড়া এলাকা থেকে দুপ্রান্তের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কবলে পড়ে শতশত পরিবহন যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকেরপাড়া এলাকায় ঢাকা থেকে কুমিল্লাগামী জৈনপুর এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত ও ১০ জন বাসযাত্রী আহত হন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: আ.লীগ নেত্রী মহিলা দলের সভাপতি, গাইবান্ধা বিএনপিতে তোলপাড়

এদিকে দুর্ঘটনায় পতিত যাত্রীবাহী বাস উল্টে পড়ে থাকায় মহাসড়কের দুপ্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টা পর যাত্রীবাহী বাসটি উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

আহত বাস যাত্রী জাহাঙ্গীর আলম জানান, রাজধানী থেকে গজারিয়া যাওয়ার উদ্দেশে তিনি বাসে চড়েন। বাসটি সোনারগাঁওয়ের মল্লিকপাড়া এলাকায় পৌঁছানোর পর একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মহাসড়কের মল্লিকেরপাড়া এলাকায় কুমিল্লাগামী যাত্রীবাহী বাস জৈনপুর এক্সপ্রেস (চট্টমেট্টো-জ-১১-০৫১২) একটি অ্যাম্বুলেন্সেকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে পড়ে। এতে বাসে থাকা অজ্ঞাতনামা এক যুবক ঘটনাস্থলেই নিহত হয় এবং নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চলছে।

আরও পড়ুন: শেরপুরে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ