হিউম্যানয়েড রোবট তৈরিতে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে চীনের রোবোটিকস প্রতিষ্ঠান অ্যাগিবট। ২০২৬ সালে ইলন মাস্কের টেসলার অপটিমাস রোবট বাজারে আসার আগেই ১ হাজার রোবট উৎপাদন করে বৈশ্বিক রোবোটিকস খাতে প্রভাব বিস্তার করবে অ্যাগিবট।
ঝিউয়ান রোবোটিকস নামেও পরিচিত এ প্রতিষ্ঠান ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠা করেন পেং ঝিহুই। কোম্পানিটি আগস্টে তার প্রথম হিউম্যানয়েড রোবট মডেল রেইজ এ১ উন্মোচন করে এবং পরবর্তী সময়ে আরও পাঁচটি নতুন মডেল প্রকাশ করে।
অ্যাগিবটের রোবটগুলো শুধু গৃহস্থালি কাজ নয়, শিল্প ও উৎপাদন খাতেও ব্যবহারের জন্য তৈরি। সাংহাইয়ের লিংগাং ফেংশিয়ান কারখানায় কোম্পানিটি রোবটের সমাহার, পরীক্ষা ও পারফরম্যান্স মূল্যায়ন করে। ‘ডেটা সংগ্রহ কারখানা’র মাধ্যমে বাস্তব কাজের পরিস্থিতি, যেমন কাপড় ভাঁজ ও পরিষ্কারের মতো কাজের ডেটা সংগ্রহ করে রোবটগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়।
আরও পড়ুন: ইউটিউবের নতুন নিয়ম, দ্বিধান্বিত ক্রিয়েটররা
এ পর্যন্ত ৯৬২টিরও বেশি হিউম্যানয়েড রোবট উৎপাদন করেছে অ্যাগিবট। গৃহস্থালি ও শিল্পকাজে ব্যবহারের উপযোগিতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে চীনের অগ্রগতি দেশটিকে রোবোটিকস খাতে শীর্ষস্থানে পৌঁছে দিচ্ছে।