সর্বশেষ
সৃজিতের জীবনে নতুন নারী!
বিএনপি-জামায়াত-এনসিপির দৌড়ঝাঁপ, দৃশ্যমান হচ্ছে জোটের নানা হিসাব
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
এবার নতুন কৌশলে মাঠে নামছে আ.লীগ
দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস, ভুগবে রাজধানীসহ যেসব এলাকা
বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৮০-৯০ হাজার টাকা
ডাকসুর গঠনতন্ত্র-আচরণবিধি সিন্ডিকেটে চূড়ান্ত অনুমোদন
গুগলের ‘ক্রোম’ কিনতে আগ্রহী ওপেনএআই
হঠাৎ হার্ট অ্যাটাক হলে যা করবেন
ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক আজ
সুন্দরী প্রতিযোগিতার পরে ফ্যাশন জগতে নজর কাড়ছেন নীলা, চিনে নিন তাঁকে ১৫টি আকর্ষণীয় লুকে
আভিজাত্যময় আবেদনে জুড়ি নেই জয়ার, দেখুন তাঁর নতুন লুক
রেফারি নিয়ে অসন্তোষ কাটিয়ে ফাইনালে নামছে রিয়াল
জীবজন্তুর প্রতি সদয় আচরণ
১০ বছরে অবৈধ হয়ে দেশে ফিরেছেন ৭ লাখ বাংলাদেশি

রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বড়দিন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশের মতো পার্বত্য জনপদ রাঙ্গামাটিতে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে বড়দিন উপলক্ষে শহরের আসামবস্তি নির্মলা মারিয়া গির্জার উদ্যোগে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।

প্রার্থনায় অংশ নেন পাহাড়ের খ্রিস্ট ধর্মাবলম্বীসহ রাঙ্গামাটির বাইরে থেকে আসা অনেক খ্রিস্টান পর্যটক। সমবেত প্রার্থনায় দেশ, জাতি ও সবার মঙ্গল কামনা করা হয়। প্রার্থনা শেষে কেক কেটে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়।

কুষ্টিয়া থেকে বেড়াতে আসা পর্যটক সুমিত মণ্ডল বলেন, আমরা রাঙ্গামাটিতে বেড়াতে এসেছিলাম। যেহেতু রাঙ্গামাটিতে খ্রিষ্টান কমিউনিটি কম তাই দুশ্চিন্তায় ছিলাম বড়দিনের প্রার্থনা কোথায় করবো। কিন্তু এখানে এসে প্রার্থনায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। সবাই খুব আপন করে নিয়েছে আমাদের।

নির্মলা মারিয়া গির্জার কার্টিকিস্ট স্যামুয়েল আসাম বলেন, আমাদের প্রার্থনায় অনেক পূর্ণার্থীর সমাগম হয়েছে। আমাদের মূল গির্জার নির্মাণ কাজ চলমান থাকায় গির্জার পাশে অনুষ্ঠান আয়োজন করেছি। আগামী বছর থেকে আরও বড় পরিসরে বড়দিন উদযাপন করতে পারবো বলে আশা করি।

সেন্ট ট্রিজার কনভেন্টের অধ্যক্ষ সিস্টার কাকলি রোজারিও বলেন, আজ আমাদের জন্য বিশেষ দিন। যুগে যুগে যে মহামানবের জন্ম হয়েছে তিনি প্রভু যিশু। বড়দিন উপলক্ষ্যে আমরা আধ্যাত্মিক প্রস্তুতি নিয়েছি। বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন হবে। সবাই আনন্দ ও ভালোবাসায় আজকের দিনটি উদযাপন করবে। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই।

রাঙ্গামাটির কেন্দ্রীয় গির্জা সেন্ট যোসেফ চার্চের প্রধান পুরোহিত ফাদার মাইকেল রায় বলেন, আজকের দিনটি আমাদের শিক্ষা দেয় আমরা যাতে চিন্তা চেতনায়, হৃদয়ে, মন-মানসিকতায় বড় হয়ে উঠতে পারি। আজকের দিনে আমরা দেশ জাতি ও সবার মঙ্গলের জন্য প্রার্থনা করি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ