আমাদের দেশের তারকা অভিনেত্রীরা বিভিন্ন সময় নানা ধরনের দেশি বিদেশি সাজপোশাকে নিজেদেরকে উপস্থাপন করেন। পশ্চিমা আউটফিট বা ফিউশনওয়্যারে চোখ ধাঁধান তাঁরা সকলের। তবে বাঙালি নারীকে শাড়িতে যেন একটু বেশিই সুন্দর লাগে। তারকারাও তার ব্যতিক্রম নন। চলুন তবে বছর জুড়ে তাঁদের যত মনমাতানো শাড়ির সাজ দেখে নিই।
কান চলচচিত্র উৎসবে আশনা হাবিব ভাবনা পরেছেন কারুতন্ত্রের জামদানি আর লেবেল ইমাম হাসানের রিকশা পেইন্টের ব্লাউজ
সুনেরাহ বিনতে কামালকে এমন সাদা শাড়ির মায়াময় লুকে খুব পছন্দ করেছেন ভক্তরা
বিদ্যা সিনহা সাহা মিমের কাশবনে এই কালো তাঁতের শাড়ির লুকটি সত্যিই অন্যরক্ম সুন্দর
আজমেরী হক বাঁধন প্যাস্টেল পীচ সেলফএম্বেলিশড শাড়ি আর স্লিভলেস ব্লাউজে সবসময়ের মতোই গ্ল্যামারাস
রুনা খানের এই সাদা জামদানি থিমের পুরো লুকটি প্রশংসিত হয়েছে বেশ। ড্রেপিং, অনুষঙ্গ আর ব্লাউজ নজর কাড়ছে।
কাজলরেখা সিনেমায় এমন সনাতন কায়দায় ব্লাউজ ছাড়া শাড়িতে দেখা গিয়েছে মন্দিরা চক্রবর্তীকে
সাফিয়া সাথীর ডিজাইনে মেহজাবীন চৌধুরী বুসান চলচ্চিত্র উৎসব রাঙিয়ে এসেছেন পতাকার রঙে
তানজিন তিশার সাদা শাড়ির লুকে অন্য মাত্রা যোগ করেছে আলো-আঁধারি
বছরের শুরুতেই জয়া আহসান সকলের মন জয় করেছিলেন এই লাল শাড়ির ঝলমলে লুকে
ন্যুড ব্লাউজের সঙ্গে সাদা শাড়ির ফিউশন স্টাইল ড্রেপিংয়ে সাফা কবিরের এই সাজ বছরের অন্যতম নজরকাড়া শাড়ির লুক।
ছবি: তারকাদের ইন্সটাগ্রাম