আগামী তিন দিনে দেশের তিনটি বিভাগে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এক পূর্বাভাসে এ তথ্য জানান।
পূর্বাভাসে বলা হয়, শনিবার রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে, অন্যদিকে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দেশের অন্য অংশগুলোতে তাপমাত্রার এই পরিবর্তন অপেক্ষাকৃত কম হবে।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহের কিছু এলাকায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকবে। একইসঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের আবহাওয়া একইরকম শুষ্ক থাকবে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।