সর্বশেষ
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
১০ বছরের গবেষণায় ভাতেও পাওয়া গেছে আর্সেনিক, বিজ্ঞানীদের সতর্কবার্তা
ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

বিরাটের আউটে বিপদে ভারত, এখনও ৩১০ রানে পিছিয়ে

অনলাইন ডেস্ক

যশস্বী জয়সোয়াল ও ‍বিরাট জুটিতে লম্বা ইনিংসের আভাস দিচ্ছিল ভারত। ইনিংসে ৪১তম ওভারে বিরাট কোহলির সঙ্গে জয়সোয়ালের জুটি গড়ায় এক শ রানে। রান আউটে পড়েন জয়সোয়াল। মাত্র ৮ বলের মধ্যে দুজনই আউট। শুক্রবার (২৭ ডিসেম্বর) মেলবোর্ন টেস্টে দ্বিতীয় দিনের শেষ বিকেলে জয়সোয়াল–কোহলির আউটে এলোমেলো হয় ভারতের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৪৭৪ রানে অলআউট করা ভারত দিন শেষ করেছে ৫ উইকেটে ১৬৪ রানে। এখনও পিছিয়ে ৩১০ রানে।

স্বাগতিক অস্ট্রেলিয়ার রান পাহাড় টপকাতে জয়সোয়ালকে নিয়ে রহিত ছিলেন গো বেচারা। মাত্র ৩ রান নিয়ে ক্ষান্ত হন তিনি। আউট করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সেই সাথে রেকর্ড জুড়ে দেন তিনি। অস্ট্রেলিয়ান অধিনায়ক এ নিয়ে পঞ্চমবার ভারত অধিনায়ককে আউট করলেন। টেস্ট ক্রিকেটে কোনো অধিনায়ক আরেক অধিনায়ককে এর চেয়ে বেশিবার আউট করতে পারেননি। পরে তিনে নামা কেএল রাহুলকেও ফেরান কামিন্স। দলীয় ৫১ রানে দুই উইকেট বিলিয়ে বেকায়দায় পড়া ভারতের ত্রাতা হিসেবে দাঁড়ান জয়সোয়াল।

ভারতের ইনিংসের ৪১তম ওভারে স্কট বোল্যান্ডের করা ওভারটির পঞ্চম বলে যশস্বী জয়সোয়াল চার মেরে দেড় শ রানের ঘর রান স্পর্শ করে। সেই সাথে বিরাট কোহলির সঙ্গে জয়সোয়ালের জুটিও গড়াল এক শ রানে। পরের বলেই অফ স্টাম্পের বল অনসাইডে খেলে ননস্ট্রাইকের দিকে দৌড় দেন জয়সোয়াল। তখন তিনি পিচের অর্ধেক পেরিয়ে গিয়েছিলেন। প্যাট কামিন্সের হাত গলে বল সরাসরি থ্রোতে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির কাছে পৌঁছলে রানআউট করেন। জয়সোয়ালের ১১ চার আর ১ ছক্কায় খেলা ১১৮ বলে ৮২ রানের ইনিংসটি থামে।

আরও পড়ুন: বাবরের কীর্তির দিনে বিপর্যয়ে পাকিস্তান

বোল্যান্ডের পরের ওভারের প্রথম ডেলিভারিটি ছিল ষষ্ট স্টাম্পে। অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিলেন কোহলি। ৮৬ বলে ৩৬ রানের ইনিংস খেলেন তিনি।

জয়সোয়াল আউট হওয়ার পর নাইটওয়াচম্যান হিসেবে আকাশ দীপকে পাঠিয়েছিল ভারত। কিন্তু কোহলির আউটের পর আকাশও ক্যাচ তুলেছেন বোল্যান্ডের বলে। শেষপর্যন্ত রিশাব পান্ত ৬ রান ও রবীন্দ্র জাদেজা ৪ রান নিয়ে আছেন।

২ উইকেটে ১৫৩ থেকে ৫ উইকেটে ১৬৪—দিনের শেষ ৩১ বলের মধ্যেই ১১ রানে ৩ উইকেট হারিয়েছে রোহিত শর্মার দল।

এর আগে ভারতের ব্যাটসম্যানদের সামনে ৪৭৪ রানের বড় চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। সকালে আগের দিনের ৬ উইকেটে ৩১১ রান নিয়ে ব্যাট করতে নেমে বাকি চার উইকেটে আরও ১৬৩ রান যোগ করে স্বাগতিকেরা। আগের দিনে ৬৮ রানে অপরাজিত থাকা স্মিথ এ দিন যোগ করেন ৭২ রান, করেন টেস্ট ক্যারিয়ারের ৩৪ সেঞ্চুরি।

আরও পড়ুন: বছরটা শুধুই মিরাজের

ডানহাতি এ ব্যাটসম্যানের আজকের সেঞ্চুরিটি মেলবোর্নে পঞ্চম, ভারতের বিপক্ষে ১১তম আর অস্ট্রেলিয়ার মাটিতে ১৮তম।

ভারতের বিপক্ষে ১১তম সেঞ্চুরিতে গড়েছেন দেশটির বিপক্ষে সবচেয়ে বেশি তিন অঙ্কের ইনিংসের রেকর্ডও। এত দিন ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছিল ইংল্যান্ডের জো রুটের—৫৩ ইনিংসে ১০টি। স্মিথ ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের পর এবার আরেকটি সেঞ্চুরি করে রুটকে ছাড়িয়ে গেছেন ৪৩ ইনিংসেই।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১২২.৪ ওভারে ৪৭৪ (স্মিথ ১৪০, লাবুশেন ৭২, কনস্টাস ৬০, খাজা ৫৭, কামিন্স ৪৯, ক্যারি ৩১; বুমরা ৪/৯৯, জাদেজা ৩/৭৮, আকাশ ২/৯৪)। ভারত প্রথম ইনিংস: ৪৬ ওভারে ১৬৪/৫ (জয়সোয়াল ৮২, কোহলি ৩৬, রাহুল ২৪; বোল্যান্ড ২/২৪, কামিন্স ২/৫৭)।

আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে জার্সি তৈরি করল চিটাগং কিংস

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ