বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমি জনগণের মুক্তির রাজনীতি করি। শুধু ভোটের জন্য মানুষকে বোকা বানানো আমার লক্ষ্য নয়। নির্বাচিত হলে এমন আইন সংশোধনে দৃঢ় প্রতিজ্ঞ, যা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে না। বিশেষ করে বনবিভাগের মাধ্যমে যেন আর কোনো মানুষ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমি সর্বোচ্চ মহলে শীঘ্রই কথা বলার চেষ্টা করব।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ডাকবাংলো চত্বরে বনবিভাগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আহমেদ আযম খান। উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী, সমাবেশের ডাকে সকাল থেকে উপজেলা ময়দান সর্বস্তরের মানুষের উপস্থিতে কানায় ভরে যায়।
জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকার করে সমাবেশে আহমেদ আযম খান বলেন, আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের অধিকার রক্ষা এবং তাদের সেবা নিশ্চিত করা। সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধানে প্রতিনিয়ত কাজ করে যাব।
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাষ্টার, মীর আবুল হাশেম আজাদ, হাজী আ.গনি, ফরহাদ ইকবাল, একাব্বর হোসেন প্রমূখ।