পঞ্চগড়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে হাড়িভাসা ইউনিয়ন পরিষদ মাঠে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক মো. সাবেত আলীকে প্রধান অতিথি করে এই কার্যক্রম উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।
এসময় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় তিনজন ভিক্ষুককে অটোভ্যান,একজনকে মুদি দোকান, চারজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, হাড়িভাসা বাজারের ময়লা বহনের জন্য দুটি ট্রলি, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সহযোগিতায় অসহায় দুস্থ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আরজুমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা।