শাড়ির সঙ্গে রং মিলিয়েই যে ব্লাউজ় পরতে হবে, তেমন চল আজকাল আর নেই। বরং হালকা রঙের শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজ়ই বেছে নিচ্ছেন মেয়েরা। ঘরোয়া ছিমছাম অনুষ্ঠান হোক, বা সান্ধ্য আড্ডা, বিয়েবাড়ি বা পার্টিতেও ‘কনস্ট্রাস্ট’ করে পোশাক পরারই চল এখন। সাবেকি সাজ হোক বা ইন্দো-ওয়েস্টার্ন, বনেদি লুক থেকে আধুনিক— কোন শাড়ি কোন ধরনের ব্লাউজ় দিয়ে পরবেন, বুঝতে পারছেন না? তা হলে জেনে নিন।
হালকা রঙের সঙ্গে গাঢ় রঙেরই সুন্দর মিলমিশ হয়। সাদা শাড়ির সঙ্গে কালো রঙের ব্লাউজ় পরলে বেশ লাগে। সেই নিয়ম মেনেই সাদার সঙ্গে লালের যুগলবন্দির তুলনা নেই। আবার একই রঙের হালকা ও গাঢ় শেডও দেখতে ভাল লাগে। যেমন গাঢ় নীলরঙা শাড়ি হলে, তার সঙ্গে নীলের যে কোনও হালকা শেডের ব্লাউজ় ভাল লাগবে।
হলুদ আর কমলার বৈপরীত্যও বেশ সুন্দর লাগে। আবার তেমন নীল-গোলাপি, সবুজ-নীলের বৈপরীত্য নজর কাড়ে।
এ বার আসা যাক, ব্লাউজ় বাছাইয়ের প্রসঙ্গে। কোটা শাড়ি বাঙালি মেয়েদের বেশ পছন্দের। এই শাড়ি একটু স্বচ্ছ। তাই গলা ঢাকা সাবেকি ধাঁচের ব্লাউজ়োর সঙ্গে ভাল মানাবে। আবার যদি টিস্যু শাড়ি কেনেন, তা হলে বেছে নিতে পারেন ভি নেক ব্লাউজ়। হাতা কনুই অবধি করতে পারেন। এখন এমন হাতা ব্লাউজ়ই পছন্দের তালিকায় রয়েছে।