দেশের সিএনজি ও বাসস্ট্যান্ডগুলোতে এখনও চাঁদাবাজি হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রসঙ্গে সব শ্রেণি-পেশার মানুষকে জানাতে এবং ঘোষণাপত্রে ৭ দফা অন্তর্ভুক্ত করার দাবিতে নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড়ে লিফলেট বিতরণকালে এক পথসভায় তিনি এ কথা জানান।
সারজিস আলম বলেন, শেখ হাসিনা তার দোসরদের দিয়ে প্রতিটা স্থানে চাঁদাবাজি করিয়েছে। একনায়কতন্ত্র ও পরিবারতন্ত্র কায়েম করেছে। এখনও সিএনজি ও বাসস্ট্যান্ডে চাঁদাবাজি হচ্ছে।
এ সময় অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি জুলাই ঘোষণাপত্রে ৭টি বিষয় অন্তর্ভুক্তির দাবি করেন।
তা হলো-
১. জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
২. ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব উল্লেখ।
৩. আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার।
৪. ১৯৪৭, ৭১ এবং ২৪ সালের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করা।
৫. সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা।
৬. সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় দিয়ে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি।
৭. ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করে সব ধরনের সংস্কারের ওয়াদা করা।