সর্বশেষ
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
১০ বছরের গবেষণায় ভাতেও পাওয়া গেছে আর্সেনিক, বিজ্ঞানীদের সতর্কবার্তা
ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জয় নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কাকে উড়িয়ে বছরের প্রথম ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে ১১৩ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে কিউইরা। বৃষ্টি বাধায় ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৫৫ রান করে স্বাগতিকরা। জবাবে ১৪২ রান তুলতেই অলআউট হয়ে যায় লঙ্কানরা।

হ্যামিল্টনের সেডন পার্কে টসে হেরে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। দলীয় ৩১ রানেই উইল ইয়াংয়ের উইকেট হারায় কিউইরা। আসিথা ফার্নান্দোর অফ স্টাম্প তাক করা বলে বোল্ড হন ১৬ রান করা এই ওপেনার। সেখান থেকে রাচিন ও চ্যাপম্যান ১১২ রানের জুটি গড়েন। ১৪৩ রানের সময় চ্যাপম্যানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন থিকশানা। তাকে উড়িয়ে মারতে গিয়ে লংঅফে ধরা পড়েন পাঁচটি চার এবং দুটি ছক্কায় ৬২ রান করা চাপম্যান। দলীয় ১৬৮ রানে ফিরে যান রাচিনও। ওয়ানিন্দু হাসারাঙ্গার গুগলি বুঝতে না পেরে শর্ট এক্সট্রা কাভারে ক্যাচ তোলেন এই ওপেনার। ফেরার আগে ৯টি চার ও একটি ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৭৯ রান করেন তিনি।

ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারের ব্যাটে ২৫৫ রানের লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড। ফিলিপস একটি চার ও একটি ছক্কায় ২২ রান ও সান্টনার দুটি চার ও একটি ছক্কায় ২০ রান করেন। এ ছাড়া ড্যারিল মিচেল করেন তিনটি চার ও একটি ছক্কায় ৩৮ রান। দলের আর কোনও ব্যাটার দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। ৩৫তম ওভারের শেষ দুই বলে সান্টনার এবং নাথান স্মিথকে ফেরান থিকশানা। ৩৭তম ওভারের প্রথম বলে ম্যাট হেনরিকে বিদায় করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। কিউইদের বিপক্ষে এবারই প্রথম কোনও স্পিনার হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন। এর আগে কিউইদের বিপক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিক পাওয়া চার বোলারই ছিলেন পেসার।

৮ ওভারে ৪৪ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৪ উইকেট তুলে নিয়েছেন থিকশানা। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সপ্তম বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। এ ছাড়া হাসারাঙ্গা ৮ ওভারে ৩৯ রান খরচায় নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।

২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০.২ ওভারে ১৪২ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। ২২ রানেই চারটি উইকেট হারায় দলটি। পাথুম নিশাঙ্কা (ছয় বলে এক), কুশল মেন্ডিস (চার বলে দুই), আভিশকা ফার্নান্দো (১৫ বলে ১০) এবং চারিথ আসালঙ্কা (তিন বলে চার) ব্যর্থ হয়ে ফিরে যান। এরপর ৫৭ রানের জুটি গড়েন কামিন্দু মেন্ডিস এবং জানিথ লিয়ানাগে। ৩১ বলে ২২ রান করে স্মিথের বলে লিয়ানাগে ফিরে গেলে আবার ছন্দ হারায় লঙ্কানরা। এরপর চামিদু বিক্রমাসিংহের সঙ্গে ৪৭ রানের জুটি গড়লেও ম্যাচ বের করতে পারেননি মেন্ডিস। বিক্রমাসিংহে ১৭ রানে ফিরতেই সব আশা শেষ হয় দলটির। কামিন্দু ফিরে যান ৬৬ বলে ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করে। কিউইদের হয়ে ৩১ রান খরচায় তিনটি উইকেট নেন ওরুর্কি।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ