সর্বশেষ
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

ফায়েজ বেলালের প্রেমিকা দাবি নিয়ে যে প্রমাণ দিলেন তাহসানের স্ত্রী রোজার ভাই

বিনোদন ডেস্ক

সম্প্রতি গায়ক-অভিনেতা তাহসান খান নতুন জীবন শুরু করেছেন তার স্ত্রী রোজা আহমেদের সঙ্গে। বিয়ের পর থেকে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। এদিকে, তাহসানের স্ত্রীকে নিজের প্রাক্তন প্রেমিকা বলে দাবি করে নানান অভিযোগ তুলেছেন ফায়েজ বেলাল নামে এক যুবক।

ফায়েজ বেলালের দাবি, ‘তিনি ২০১৬ সালে রোজার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। যা ভেঙেছে সাড়ে তিন মাস আগে। এর জন্য আবার তাহসানকে দায়ী করেছেন তিনি।’

এই যুবকের আরও দাবি, ‘প্রেমের সম্পর্কে থাকার সময়ে রোজা তার থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন। ফলে তিনি প্রতারণার শিকার হয়েছেন।’

অভিযোগ বিষয়গুলো নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন মুখ খুললেন তাহসানের স্ত্রী রোজার ছোটভাই উৎস আহমেদ। বুধবার (৮ জানুয়ারি) ফায়েজের সঙ্গে কিছু কথোপকথনের স্ক্রিনশটের একটি ভিডিও পোস্ট করেন উৎস। এতে রোজার উপর আনা ফায়েজের অভিযোগগুলোকে মিথ্যাচার বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: নুসরাত বিতর্কে জড়িয়েছেন বারবার

স্ক্রিনশটে দেখা যায়, ফায়েজ বেলালকে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর দুপুর ৩টা ১১ মিনিটে বার্তা পাঠিয়েছিলেন উৎস। সেখানে কথোপকথনে উৎস লেখেন, ‘ভাইয়া, রোজা আপুর কি টাকা নাকি তোমার কাছে?’ জবাবে ফায়েজ লেখেন,‘না ভাই, সব একাউন্টে দিয়ে দিছি।’ উৎস আবার লেখেন, ‘কিসের নাকি টাকা পায় বললো আমারে’, জবাবে ফায়েজ লেখেন,‘যেদিন এফবি দিয়ে লিভ নিছি ওইদিনই দিয়ে দিছি’, আবারও উৎস লেখেন, ‘তোমারে দিছিলো নাকি কিসের’, জবাবে ফায়েজ লিখে পাঠান, ‘হ্যাঁ, দুই লাখ। ওইটাও এড করে দিছি ভাই’। উৎস আবার লিখেছেন, ‘ওহ, ব্যাংকে দিছো?’ জবাবে ফায়েজ লিখে, ‘হ্যাঁ ভাই, তোমরা কেউ তো দেশে নাই, সো ব্যাংক ছাড়া কোনো অপশন ছিলো না। এখন সব পেইড।’

স্ক্রিনরেকর্ডিংয়ের সেই ভিডিও পোস্ট করে উৎস লেখেন, ‘ফায়েজ বেলালের ভাইরাল হবার আকাঙ্ক্ষা থেকে মিথ্যাচারের প্রতিবাদ হিসেবে এই স্ক্রিনশটের প্রকাশ। তার প্রত্যেকটা অভিযোগ মিথ্যে। এই ফায়েজ বেলাল আপুর অগোচরে আপুকে চিট করেছে বারবার এক মেয়ের সাথে এটাই ছিল মেইন কারণ ব্রেকআপের। এর প্রমাণ দিয়ে মেয়েটির রেপুটেশন নষ্ট করতে চাচ্ছি না। এই ঘটনা বরিশালের সবার জানা।’

রোজা তার কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ নিয়েছেন বলে ফায়েজ যে দাবি করেছে, সেটিকে পুরোপুরি মিথ্যাচার দাবি করে উৎস লিখেছেন, ‘আমি রোজা আপুর আপন ছোট ভাই হিসেবে ফায়েজ বেলাল এর সাথে যোগাযোগ করে আপুর দেয়া টাকা ফেরত চেয়েছি। তাদের বেশ অনেক আগে ব্রেকআপ এর পরে আপু যোগাযোগ রাখেননি কিন্তু ফায়েজের কাছে পাওনা টাকা কাউকে না কাউকে চাইতে হবে বলে আমি যোগাযোগ রাখি।

আরও পড়ুন: ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় কি তৃপ্তির জীবনে কাল হয়ে দাঁড়াল

রোজার ছোট ভাই উল্লেখ করেন, ‘স্ক্রিন রেকর্ডিং এ স্পষ্ট দেখতে পাবেন, টাকাটা ফায়েজ বেলাল অনেকদিন ধরে ধীরে ধীরে ফেরত দেন। স্ক্রিন রেকর্ডিং এ দেখতে পাবেন সে তার ভেরিফাইড আইডিতে স্পষ্ট দেখতে পাবেন সে টাকাটা আস্তে আস্তে ফেরত দেন। যেখানে আমার বোন তাকে টাকা ধার দিল এবং ফেরত নিল সেখানে তার এমন মিথ্যাচার একটা গর্হিত অপরাধ।’

সবশেষ উৎস বলেন, ‘আমার বোন আমাদের ছায়ার মত আগলে রেখেছে, আপু আমার বাবার সমান। তার ওপর এমন মিথ্যাচারের প্রতিবাদ আমাকে করতেই হবে।’

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ