সর্বশেষ
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
খালি পেটে পেঁপে পাতার রস খেলে মিলবে যেসব উপকার
৮৬ বছর বয়সে উইন্ডসার্ফিংয়ে বিশ্বরেকর্ড
সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হলেই কোরবানি ওয়াজিব
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত

৩৫ পার করেও চেহারা সুইট সিক্সটিনের জেল্লা, ব্যবহার করেন মাত্র ২টি ঘরে তৈরি ফেস মাস্ক

বিনোদন ডেস্ক

দক্ষিণের সুন্দরী তামান্না ভাটিয়া আর লাস্যময়ী নারী শব্দটি যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। কারণ, ৩৫ পার করেও তামান্নার ত্বক এখনো সেই সুইট সিক্সটিনের মতোই। বয়স বাড়লেও ত্বক যেন এ কথা ভুলতে বসেছে। দিন দিন যেন তাঁর রূপ আরও চোখধাঁধানো হচ্ছে। কী এমন করেন এই নায়িকা, যার কারণে এখনো এত সুশ্রী তিনি? চলুন, জেনে নেওয়া যাক।

প্রকৃতিকে ভালোবেসে তাতেই যেন মজেছেন দক্ষিণি এই সুন্দরী। নামীদামি বিভিন্ন প্রসাধনী ব্যবহারের এই যুগে এখনো ব্যবহার করে যাচ্ছেন মায়ের দেওয়া সৌন্দর্যের গোপন রেসিপি। ত্বকের যত্নের ঘরোয়া জাদু আমাদের মায়েরাও জানতেন। তামান্না ভাটিয়াও এর বাইরে নন। জানিয়েছেন কীভাবে মায়ের কারণেই আজ তিনি এত সুন্দর।
ত্বকের যত্নে মায়ের দেওয়া সেই রেসিপি দুটি হচ্ছে:

১. এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব মাস্ক

১ চা–চামচ চন্দন পাউডারের সঙ্গে ১ চা–চামচ কফি পাউডার, ১ চা–চামচ মধু মিশিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এই স্ক্রাব মুখে লাগিয়ে ম্যাসাজ করতে হবে। ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এই স্ক্রাব ব্যবহারে ত্বকের মৃত কোষ দূর হয়, ত্বক হয় নরম ও কোমল, বাড়ে ঔজ্জ্বল্য।

২. ময়েশ্চারাইজিং ফেস মাস্ক

২ চা–চামচ বেসনের সঙ্গে একটু টক দই আর সামান্য গোলাপজল মিশিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই মাস্ক মুখে লাগিয়ে অপেক্ষা করতে হবে শুকানো পর্যন্ত। ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এই মাস্ক ব্যবহারে ত্বকের আর্দ্রতা বজায় থাকে, ত্বক ঠান্ডা থাকে, লালচে ভাব কমে।

তামান্না ভাটিয়া জানান, এক্সফোলিয়েটিং স্ক্রাব মাস্ক ব্যবহারের পর গোলাপজল ত্বকে লাগানো যায়। এতেও ত্বকে আরাম মেলে। টিনেজ বয়স থেকে চলচ্চিত্রে কাজ করা তামান্না নিজের ত্বকের যত্ন নিয়ে বেশ সচেতন। ছোট থেকেই এই বিউটি সিক্রেট তিনি ব্যবহার করে আসছেন। মায়ের দেওয়া এই রেসিপি তাঁর সঙ্গে আছে যখন থেকে তিনি অভিনয়জগতে আসেন। সিনেমার কাজ মানেই প্রতিদিন প্রচুর মেকআপ। এ কারণে অল্প বয়সেই অনেকের ত্বক ক্ষতিগ্রস্ত হয়। মেকআপে থাকা কেমিক্যাল যেহেতু ত্বকে প্রবেশ করে, তাই তিনি চাননি ত্বকের যত্নে যেসব পণ্য ব্যবহার করবেন, সেগুলো হোক কেমিক্যালযুক্ত। এ জন্য বেছে নিয়েছেন প্রাকৃতিক উপাদান।

অভিনেত্রী জানিয়েছেন অর্গানিক বলে এসব উপাদান ব্যবহারে ত্বকের কোনো ক্ষতি হয় না, বরং ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায় ভেতর থেকে। পাশাপাশি কোমলতা বজায় রাখে। তবে তামান্না এটাও জানিয়েছেন, তাঁর ব্যবহার করা স্ক্রাবের উপাদানগুলো শুষ্ক ত্বকে কিছুটা টান টান অনুভূতি দিতে পারে। এমন হলে মধু নিয়মিত ব্যবহার করতে পারেন। কারণ, মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

তামান্না ভাটিয়া নিজের কাজ দিয়ে বলিউডেও সমানভাবে জনপ্রিয়। সম্প্রতি স্ত্রী টু, সিকান্দার কা মুকাদ্দারসহ কয়েকটি টিভি সিরিজেও কাজ করতে দেখা গেছে তাঁকে।

ছবি: তামান্না ভাটিয়ার ইনস্টাগ্রাম

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ