সর্বশেষ
১৬ মাসে সাজানো ক্রসফায়ারের রিপোর্ট পাওয়া যায়নি, গণমাধ্যমের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে
হাসিনার ফাঁসির রায়ের কপি পাঠানো হবে ২ মন্ত্রণালয়ে
এশিয়ান কাপ বাছাইয়ে আজ ভারতের সঙ্গে লড়াই হামজাদের
ফ্যাটি লিভারের জন্য দুধ খাওয়া ভালো নাকি খারাপ
জ্যাম এড়াতে জেনে নিন মঙ্গলবার রাজধানীর কোথায় কোন কর্মসূচি
তামান্না ভাটিয়া এমারেল্ড গ্রিন আর রোজ-গোল্ডে ঝলক ছড়ালেন নতুন ফটোশুটে
ফ্যাশন আর আবেদনে দশে দশ এই অভিনেত্রী, দেখুন তাঁর সাম্প্রতিক যত লুক
গাজায় নিরাপত্তা বাহিনী গঠনে যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুমোদন করল জাতিসংঘ
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ, আবেদন যেভাবে
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মুমিনের অসুস্থতা পাপ-মোচনের মাধ্যম
সতর্কতা ও ঐক্য বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান
আরাধ্যর জন্মদিনে অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা
চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেয়ার প্রতিবাদ হেফাজতের
আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি দেখতে চাই: আবু সাঈদের বাবা

চালের দাম কমেনি, সবজিতে স্বস্তি

অনলাইন ডেস্ক

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় পণ্য সরবরাহে বিঘ্ন ঘটায় বেড়ে যাওয়া চালের দাম এখনো কমেনি। তবে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সবজি বাজারে। গত তিন-চার দিনের ব্যবধানে সবজিভেদে প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। দাম কমার এ তালিকায় রয়েছে ডিমও। তবে মুরগিসহ অন্যান্য পণ্য বেড়ে যাওয়া দামেই বিক্রি হচ্ছে।

গতকাল শুক্রবার রাজধানীর শান্তিনগর, তুরাগ এলাকার নতুন বাজার ও কাওরান বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন পণ্যের দামের এ চিত্র পাওয়া যায়। ব্যবসায়ীরা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও পরবর্তীতে কারফিউয়ের কারণে পরিবহন সমস্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পণ্য সরবরাহে বিঘ্নের ঘটনায় দাম বেড়ে যায়। তবে গত কয়েক দিনে কারফিউ শিথিল করায় পণ্য সরবরাহ বাড়ায় সবজিসহ বিভিন্ন পণ্যের দাম কমে আসছে।

গতকাল রাজধানীর খুচরা বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে ঢ্যাঁড়শ, ধুন্দল, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া, করল্লা, কাঁকড়ল, কচুমুখী ৭০ থেকে ৮০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। আলুর কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। টম্যাটো ১৮০ থেকে ২২০ টাকা, কচুর লতি ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের ব্যবধানে সবজিভেদে কেজিতে ১০ থেকে ১৫ টাকা কম। তবে সবচেয়ে বেশি কমেছে কাঁচা মরিচের দাম। কোটা সংস্কার আন্দোলনের সময় প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৪০০ থেকে ৬০০ টাকায় উঠে যায়। যা গতকাল ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। দাম কমেছে পেঁয়াজেরও। কেজিতে ১০ টাকা কমে গতকাল বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ১১০ থেকে ১২০ টাকায়। যদিও এই দর গত বছরের একই সময়ের তুলনায় বেশি। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, গত বছর এই সময় প্রতি কেজি পেঁয়াজের দর ছিল ৬৫ থেকে ৮০ টাকা।

দাম কমেছে ডিমেরও। গতকাল বাজারে প্রতি ডজন ফার্মের বাদামি রংয়ের ডিম ১৫০ টাকায় বিক্রি হয়েছে। যা চার-পাঁচ দিন আগে ১৬৫ থেকে ১৭০ টাকাতেও বিক্রি হতে দেখা গেছে। তবে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কমেনি। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা ও সোনালি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। একই অবস্থা চালের ক্ষেত্রেও। বিশেষ করে মোটা চাল সপ্তাহের ব্যবধানে কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়ে ৫২ থেকে ৫৪ টাকায় বিক্রি হচ্ছে। তবে খাদ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খুচরা বাজারে চালের সরবরাহ বাড়াতে ও স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে আগামী সোমবার থেকে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু করা হবে। এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচ কেজি চাল ও দুই প্যাকেট (প্রতিটিতে ২ কেজি করে) আটা কিনতে পারবেন। প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ২৪ টাকা দরে বিক্রি করা হবে। গত বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, গত কয়েক দিনে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে হাইজ্যাক করে বিএনপি, জামায়াত জ্বালাও-পোড়াও এবং দেশকে অস্থিতিশীল করেছে। অস্থির অবস্থার পরিপ্রেক্ষিতে যে কারফিউ জারি হয়েছে, এতে বিভিন্ন অটোরাইস মিলের উৎপাদন বন্ধ ছিল। গাড়ি চলতো না। বাজার বিপণন ব্যবস্থায় এর প্রভাব পড়ায় চালের দাম কিছুটা বেড়েছে। তবে এখন প্রচুর পরিমাণে চাল ঢাকাসহ বিভিন্ন জেলায় ঢুকছে। আশা করছি, বাজারে খুব শিগিগর আগের রূপ ফিরে আসবে।

এনএফ নিউজ ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ