সানিয়া মালহোত্রা অভিনয় জগতে পা রেখেই চমক লাগিয়েছিলেন ২০১৬ সালে আমির খানের সাড়া জাগানো বায়োগ্রাফি সিনেমা দঙ্গল দিয়ে। এরপর তিনি ডার্ক কমেডি লুডো থেকে শুরু করে বিকল্প ধারার ওয়েবফিল্ম কাঁঠালে নিজেকে চিনিয়েছেন সুঅভিনেত্রী হিসেবে।
শাহরুখ খানের জাওয়ান সিনেমায়ও দেখা গিয়েছে কোঁকড়া চুলের নজরকাড়া পাঞ্জাবি সুন্দরী সানিয়াকে। ৩২ বছর বয়সী এই ফ্যাশনিস্তাকে আমরা প্রায়ই ফ্যাশন ম্যাগাজিনের কভার আর ফ্যাশন ইভেন্টে দেখি চোখধাঁধানো ডিজাইনারওয়্যারে। আবার একেবারে ক্যাজুয়াল পোশাকেও তিনি সমান স্বচ্ছন্দ ও সুন্দর। মেকআপ করে অথবা সাজগোজ ছাড়াই তাঁকে অত্যন্ত আত্মবিশ্বাসী লাগে সব ধরনের লুকে। চলুন তবে এই ভ্রূক্ষেপহীন বলিউড ফ্যাশনিস্তার কিছু নজরকাড়া লুকে দেখে আসি ইন্সটাগ্রাম থেকে।
অফ দ্য শোল্ডার বেবি পিংক মিনি ড্রেসে সানিয়া মালহোত্রার এক মাথা কোঁকড়া চুল তাঁর সিগনেচার লুক বলা যায়
লাল থাই স্লিট ড্রেসের সঙ্গে দোপাট্টার এথনিক টাচ। টেনে বাঁধেন তিনি চুল এমন স্লিক স্টাইলে প্রায়ই লুকে বদল আনতে
স্টেটমেন্ট দুল, নট ডিজাইনের আকর্ষণীয় বডিকন নিটেড ড্রেস আর সিগনেচার হেয়ারস্টাইলে সানিয়া
ডিপনেক প্রিন্টেড ব্লাউজের সঙ্গে সাদামাটা শারির লুকে মোহনীয় লাগছেন তিনি
গভীর নেকলাইনের স্লিভলেস হলুদ সামারড্রেসে সানিয়া
এল সাময়িকীর প্রচ্ছন্দে ফো লেদারের কোট আর ম্যাচিং কফি রঙা পাম্প হিলসে অন্যরকম আকর্ষণ ছড়াচ্ছেন সানিয়া
গ্ল্যামারাসা শাড়ির লুকে এই অভিনেত্রী আবার টেনে চুল বেঁধেছেন
স্লিভলেস কালো টপ আর মিনি গোল্ডেন সারঙ স্কার্ট পরেছেন সানিয়া
এমন আত্মবিশ্বাসী হাসিতে খুব বেশি মেকআপের বাহুল্য দরকার নেই কোনো লুকেই
সানিয়ার মনোক্রোম হলটারনেক ম্যাচিং ব্লাউজ আর কলাপাতা সবুক স্যাতিন শাড়ির সঙ্গে লাল চুড়ি নজর কাড়ছে।
ছবি: সানিয়ার ইন্সটাগ্রাম