সর্বশেষ
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

সরকারি দলের সঙ্গে পিটিআই’র আলোচনা বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

সহযোগিতার অভাব এবং বিচারিক কমিশন গঠনের ব্যর্থতার কারণ উল্লেখ করে সরকারি দলের সঙ্গে চলমান আলোচনা বন্ধের ঘোষণা দিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির প্রতিষ্ঠাতা ইমরান খান এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে পিটিআই চেয়ারম্যান গওহর আলী খান।

বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

৯ মে ২০২৩ তারিখে পাকিস্তানে ঘটে যাওয়া সহিংস ঘটনার তদন্তে সরকার তিন বিচারকের একটি কমিশন গঠনের প্রস্তাব মেনে না নেওয়ায় ইমরান খান এমন সিদ্ধান্তে এসেছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান।

গওহর জানান, তিন সদস্যের বিচারিক কমিশন গঠন না হলে আলোচনা এগোতে পারে না।

তিনি বলেন, পিটিআই সমস্যাগুলোর সমাধান করতে আলোচনা শুরু করেছিল, কিন্তু সরকারের অসহযোগিতার কারণে তারা আলোচনাগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, যদি কমিশন গঠন করা হয়, তবে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব। পিটিআই চায় আলোচনা সফল হোক। ইমরান খান সংবিধান এবং আইন অনুযায়ী আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পিটিআই সমস্ত বিরোধী দলকে একত্রিত করে ন্যায় এবং জবাবদিহির জন্য সংগ্রাম চালিয়ে যাবে।

এর আগে, সরকারি কমিটি আইনি পরামর্শের ভিত্তিতে একটি কৌশল তৈরি করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন সরকারি আলোচনাকারী দলের মুখপাত্র ইরফান সিদ্দিকি। আগামী ২৮ জানুয়ারি সরকার ও বিরোধী দলের কমিটির সঙ্গে পরবর্তী সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

অন্যদিকে বৃহস্পতিবার পিটিআই চেয়ারম্যান জানালেন, যদি বিচারিক কমিশন গঠনের বিষয়ে কোনো অগ্রগতি না হয়, তবে চতুর্থ দফা আলোচনা অনুষ্ঠিত হবে না। তিন দফায় সবকিছু নিয়ে আলোচনা হয়ে গেছে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ