সর্বশেষ
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
বাসচালকের ঘুমে প্রাণ গেল ১০ জনের, আহত ৩০
‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’, হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর
পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সভাপতি দিলীপকে নিয়ে কেন এত বিতর্ক
করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান
গণতন্ত্রে যাওয়ার ওপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব: মির্জা ফখরুল
যে কারণে শিল্পীর তালিকা থেকে বাদ দেওয়া হলো ন্যান্সিকে
বেসরকারি ব্যাংকে চাকরি, স্নাতক/স্নাতকোত্তরে আবেদন
নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিন: রিজভী
সুখবর দিলেন মেহজাবীন
পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম ব্লক করলো ভারত
বিএনপির শ্রমিক সমাবেশে নেতা-কর্মীদের ঢল
চুয়াডাঙ্গায় মহান মে দিবস উদযাপন
সানি লিওনকে যে বিষয়টি সবচেয়ে বেশি খুশি করে
ঝিনাইদহে মহান মে দিবস পালিত

ভারতে আসছেন টেলর সুইফট: গাইবেন গৌতম আদানির ছেলের বিয়েতে

বিনোদন ডেস্ক

ভারতের ধনকুবের গৌতম আদানির ছেলে জিৎ আদানির বিয়েতে গাইবেন পপ রাজকুমারী টেলর সুইফট। এ খবর এখন বিশ্বময় রাষ্ট্র হয়ে গেছে।

ভারতের ধনী পরিবারগুলোতে বিয়ে হবে আর তারকার মেলা বসবে না, সেটা তো হয় না। কিছুদিন আগেই আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে বসেছিল চাঁদের হাট। দেশ-বিদেশ থেকে বিয়ের নানা অনুষ্ঠানের আসর রাঙাতে এসেছিলেন তারকারা। গানে গানে মঞ্চ মাতিয়েছেন জাস্টিন বিবার।

এবার শোনা যাচ্ছে নতুন খবর। ভারতের আরেক ধনকুবের গৌতম আদানির ছেলে জিৎ আদানি বিয়ে করছেন। কনের নাম দিবা শাহ। বর-কনে উভয়ের পরিবারই গুজরাটি হওয়ায় ২০২৩–এর মার্চে গুজরাটের আহমেদাবাদে এক ঘরোয়া অনুষ্ঠানে বাগ্‌দান সারেন তাঁরা। বিয়ে করছেন চলতি বছরের শেষের দিকে। তবে ধনকুবেরের ছেলের বিয়ে বলে কথা! শোনা যাচ্ছে, এবার তাঁদের প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানেই নাকি গাইতে আসছেন পপ রাজকন্যা টেলর সুইটফ। টেলরের টিমের সঙ্গে কথা হচ্ছে আদানি পরিবারের। তবে নিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ভারতে বিশালসংখ্যক ভক্ত থাকার পরও কখনো এদিকে গাইতে আসা হয়নি টেলরের। এ নিয়ে তাঁর ভারতীয় ভক্তদের ছিল অভিযোগ। এমনকি সম্প্রতি ইরাস ট্যুর এই উপমহাদেশে আলোড়ন সৃষ্টি করলেও বাদ গিয়েছিল ভারত, গেয়েছেন জাপান ও সিঙ্গাপুরের মঞ্চে। তবে অতীতে নিজের বলিউডপ্রীতির কথা জানিয়েছিলেন টেলর।
২০১৪ সালে এক সাক্ষাৎকারে জানান, বলিউডের গান ও নাচের একনিষ্ঠ ভক্ত তিনি। ভারতীয় সিনেমার গানগুলো তাঁর বেশ প্রিয়। ভক্তদের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করে তাঁদের মনে জায়গা করে নেওয়ার এক বিশেষ ক্ষমতা রাখেন বলিউড তারকারা। এ ব্যাপারটিই ফুটে ওঠে ভারতীয় গান, নাচ ও সিনেমায়। এমন খবর পাওয়ার পর থেকেই আশার আলো দেখতে শুরু করেন টেলরের ভারতীয় ভক্তরা। তাঁদের ধারণা, টেলর তাঁদের দেশে গাইতে এলে তা হয়ে থাকবে স্মরণীয়।

যদিও ইরাস ট্যুরে ভারতকে অংশ না করায় তাঁদের হতাশ হওয়ার যথেষ্ট কারণ আছে। তবে গৌতম আদানির ছেলে জিৎ আদানির প্রাক্‌–বিবাহের আসরে গাইলে সেই হতাশা কাটতে পারে।

টেলর সুইফটের ইরাস ট্যুর এখনো পপসংগীত–ভক্তদের মনে বিশেষ জায়গা দখল করে আছে। ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হওয়া টেলরের এই জনপ্রিয় মিউজিক ইভেন্ট ভুলতে পারেননি তাঁরা। বিলবোর্ডের হিসাব অনুযায়ী, টেলরের প্রায় দুই বিলিয়ন ডলার আয় হয়েছিল এই ট্যুরে। একই বছর নিজের গান দিয়ে ১০টির মতো ট্রফিও জেতেন তিনি।

ছবি: টেলর সুইফটের ইন্সটাগ্রাম হ্যান্ডল

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ