কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে গাইবান্ধায় শোক র্যালি করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ (শনিবার ২৭ জুলাই) বেলা ১২টার দিকে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানেই শেষ হয়।
এ সময় বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী)র জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও বাসদের জেলা আহবায়ক পোলাম রব্বানী প্রমুখ।
বক্তারা অবিলম্বে কোটা সংস্কার আন্দোলনে সকল হত্যাকাণ্ডের বিচার, কারফিউ তুলে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া, ইন্টারনেট সেবা চালু এবং শিক্ষার্থীদের ৮ দফা দাবি মেনে নেয়ার দাবি জানান।