মডেলিং করেছেন এর আগে সেমন্তী সৌমী। দেখা গিয়েছে তাঁকে টিকটকেও। আজকাল টিকটকের জনপ্রিয় তারকারা প্রায়ই পা রাখছেন ওয়েবনাটকের জগতে। সেই পথ ধরে সেমন্তীও নজর কাড়ছেন ইউটিউবে বিভিন্ন নাটকে অভিনয় করে।
মিউজিক ভিডিওতেও দেখা যায় এই সুন্দরী মডেল ও অভিনেত্রীকে। আর সেই সঙ্গে তাঁর নানা আকর্ষণীয় লুক চোখে পড়ে সামাজিক মাধ্যমে।
সিকুইনের ঝলমলে সাদা অফ দ্য শোল্ডার গাউনে সেমন্তী
কালো করসেট টপের সঙ্গে লাল স্যুটের বসলেডি লুকে দেখা যাচ্ছে তাঁকে
সাগরপাড়ে ফুলেল ড্রেস আর স্ট্র হ্যাটে সেমন্তী
শাড়ির সাজে অনন্যা তিনি
এখানে পরেছেন সাদা ব্রালেট টপ আর ম্যাচিং সারং স্কার্ট
ভি নেকের র্যাপড টপের গাউনে গ্যাদার্ড ফেব্রিকের ডিজাইন দেখা যাচ্ছে এখানে
সনাতন শাড়ির সাজে সেমন্তী
বডিকন ন্যুড ড্রেসের সঙ্গে ওয়েভি হেয়ারস্টাইল
সামাজিক মাধ্যমে ঝড় তুলেছিল সেমন্তীর সাদা শাড়ির এই লুক। নজর কাড়ছে সোনালি গয়না আর লাল চুড়ী
হল্টারনেক কালো বডিকন ড্রেসে সিকুইন দেওয়া। সেমন্তীকে স্টাইলিশ লাগে সব লুকে।
ছবি: সেমন্তীর ইন্সটাগ্রাম