সর্বশেষ
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত
আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: নাহিদ ইসলাম
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়: দুদু
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা কমিটি গঠিত

লা রিভে ফাল্গুন-ভ্যালেন্টাইনের কনভার্জ কালেকশন

অনলাইন ডেস্ক

শীত শেষ হলো বলে। নতুন রং, প্যাটার্ন আর ডিজাইনে স্প্রিং/সামারকে বরণ করে নিতে প্রস্তুত ফ্যাশন বিশ্ব। মৌসুমের শুরুতেই দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ লঞ্চ করেছে সামারের প্রথম ক্যাপসুল- ফাল্গুন ও ভ্যালেন্টাইন কালেকশন ২০২৫।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘ফ্যাশন ক্যালেন্ডারে স্প্রিং’কে সামারের একটি অংশ ধরা হয়। ষড়্ঋতুর দেশ বাংলাদেশে বসন্তের মর্ম সবসময়ই আলাদা। এই একটি ঋতুতে প্রকৃতি ও পোশাকের মেলবন্ধনে পুরো দেশ উৎসবমুখর হয়ে ওঠে। একই সঙ্গে এই মাস ভালোবাসার আবেগ প্রকাশের মাস। দুটো আয়োজনকে মাথায় রেখেই উজ্জ্বল রং, ইউনিক প্যাটার্ন আর ট্রেন্ডের শীর্ষে থাকা ডিজাইন দিয়ে ফাল্গুন-ভ্যালেন্টাইনের সম্পূর্ণ স্বতন্ত্র কালেকশন লঞ্চ করেছে লা রিভ।

লা রিভের এই বছরের ফাল্গুন-ভ্যালেন্টাইন কালেকশনের নাম কনভার্জ, মানে অভিন্নতা। বিশ্বায়নের এই মুহূর্তে প্রযুক্তির ব্যবহার শীর্ষে। আজকাল প্রযুক্তিতেই সম্পূর্ণ নতুন একটি বিশ্ব-প্রকৃতির ডিজাইন তৈরি করে ফেলা যায়। কিন্তু প্রযুক্তিও তো প্রকৃতিরই অংশ। তাই বিভাজন নয়, এই কালেকশনের মূল বার্তা হলো প্রযুক্তি ও প্রকৃতির মেলবন্ধন।

মন্নুজান নার্গিস বলেন, ‘গ্লেজড্ চেরির শাইনি, টুকটুকে লাল রংকে এই কালেকশনের সেন্টিমেন্ট কালার হিসেবে বেছে নিয়েছি আমরা। প্রাইমারি কালার প্যালেটে থাকছে মাস্টার্ড ইয়েলো, পার্পল, টিল, লাভা রেড, গোল্ডেন ব্রাউন, ব্ল্যাক, মস গ্রিন, অরেঞ্জ, ল্যাভেন্ডার, মোকা-ম্যুজ ও নীলের প্যালেট।’

তিনি আরও যোগ করেন, ‘ফাল্গুন-ভ্যালেন্টাইন মানেই রঙের উৎসব। তাই প্রিন্টস্টোরির জন্য আমরা রঙে ফোকাস করেছি বেশি। ২টি ফ্লোরাল প্রিন্টস্টোরি তৈরি হয়েছে এই কালেকশনে। সাররিয়েল ব্লুমে ড্রিমি, সফট প্যালেটের ফ্লোরাল প্রিন্ট ফোকাস করা হয়েছে, আর ডিজিটাল মিডাও প্রিন্টে এসেছে গ্রাফিক ফ্লোরালের প্যাটার্ন। রঙের বৈচিত্র্য ফোটাতে তৈরি করা হয়েছে পিক্সেল প্রজেকশন নামের প্রিন্টস্টোরি যেখানে আমরা লাল, সবুজ ও নীলের বোল্ড কম্বিনেশনে ফোকাস করেছি। বোটানিক কন্টুর প্রিন্ট স্টোরিতে প্রকৃতিতে ফুটে থাকা জিওমেট্রিক প্যাটার্নগুলো দেখা যাবে। এছাড়াও থাকছে স্প্রিং এর বিখ্যাত ভিনটেজ ও এথনিক প্রিন্টস্টোরি।’

নতুন কালেকশনে নারীদের জন্য টিউনিক, কামিজ, সালোয়ার কামিজ, শাড়ি, টপস, শ্রাগ ও ম্যাচিং বটমস ডিজাইন করেছে লা রিভ। ক্যাজুয়াল-ওয়্যারের পাশাপাশি ফাল্গুন ও ভ্যালেন্টাইনের স্পেশাল ইভেন্টগুলোর জন্য থাকছে ইউনিক সব পার্টি-স্টাইল। কাফতান-কাট টিউনিক, ফ্লেয়ার্ড শ্রাগের মত ইউনিক সব ডিজাইন যোগ হয়েছে এই কালেকশনে। পুরুষের জন্য থাকছে ট্রেন্ডি পাঞ্জাবি, শার্ট, টিশার্ট, পোলো শার্ট, ফরমাল শার্ট ও বেস্ট-ফিট বটমসের সমাহার। টিন-এজার, কিড বয় ও কিড গার্ল এবং নবজাতকদের জন্যও নতুন ডিজাইন যোগ হয়েছে। টপস, শার্ট, সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, উভেন টপস ও বটমস, ফ্রক, টিউনিক, শার্ট, টিশার্ট ও পোলো শার্ট এবং পাঞ্জাবির রঙিন সমাহার শিশুদের ফাল্গুন উৎসবের দিন সাজিয়ে তুলবে উৎসবের আমেজে।

লা রিভের নতুন কালেকশন ইতিমধ্যে পৌঁছে গেছে সকল স্টোর ও অনলাইন প্ল্যাটফর্ম  www.lerevecraze.com এ। কেনাকাটা করা যাবে লা রিভ অ্যাপের মাধ্যমেও। এছাড়াও, মেসেঞ্জারেও অর্ডার প্লেস করতে লগইন করতে হবে www.facebook.com/lerevecraze ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ