শবনম বুবলীর সৌন্দর্য নিয়ে কিছুই বলার নেই। ঢালিউডের চিত্রনায়িকাদের মধ্যে সুন্দরী হিসেবে নামডাক আছে তাঁর। মানিয়ে যায় তাঁকে সব ধরনের পোশাকে। সম্প্রতি সুপারফিট হয়ে ওঠা এই চিত্রনায়িকা আজকাল বিভিন্ন আউটফিটে আবেদন ছড়াচ্ছেন ওয়েস্টার্ন লুকে।
কালো ফিটেড ড্রেসের সঙ্গে বেবি পিংক শর্ট ব্লেজার পরেছেন বুবলী
নজর কাড়ছে ওভারসাইজড রোদচশমা
কালো ট্যাংক টপ আর ফ্লেয়ার প্যান্টস পরেছেন এখানে এই ঢালিউড সুন্দরী
রোদচশমা, সোনালি বেল্ট আর ঘড়ির মতো অনুষঙ্গে লুকে এসেছে পূর্ণতা
সাদা নিটওয়্যারের ট্যাংক টপ পরেছেন বুবলী ম্যাচিং প্যান্ট দিয়ে। সঙ্গে রয়েছে বেইজ-ধূসর খোলা উলের কার্ডিগান। এখানেও সোনালি বেল্টের দেখা মিলছে।
ফ্লেয়ার প্যান্টের সঙ্গে স্নিকার্স পরেছেন তিনি
ছবি: বুবলীর ফেসবুক