সর্বশেষ
ফের ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দিলো বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখা
এক ব্যক্তিকে তিনবার প্রধানমন্ত্রী চায় বিএনপি
বিয়ে বা বাচ্চা নিলেই মিলবে অর্থসহ বিভিন্ন সুযোগ
যে ভিটামিনের অভাবের পুরুষের শারীরিক দুর্বলতা, সমাধান বিশেষজ্ঞদের
৫ আগস্টের পর সব রাজবন্দি মুক্তি পেলেন, আজহার পেলেন না
হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
ইয়েমেনে হামলার পরিকল্পনা ফাঁস, প্রতিরক্ষামন্ত্রীর পাশে ট্রাম্প
পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে
ফের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’
এটিএম আজহারের আপিল শুনানি ৬ মে
এটিএম আজহারের আপিল শুনানি আজ
চীনা ইস্পাত আমদানি রুখতে ভারতের ১২ শতাংশ শুল্ক আরোপ
সিটি ব্যাংকে চাকরির সুযোগ
যেভাবে শান্তির বার্তাবাহক হিসেবে ফুটবলকে ব্যবহার করতেন পোপ ফ্রান্সিস

শেখ হাসিনা নিজেই গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন

অনলাইন ডেস্ক

ক্ষমতাচ্যুত বাংলাদেশি একনায়ক শেখ হাসিনা ‘নিজেই গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন’। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের এমন ভয়ংকর তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মানবাধিকার গ্রুপের এশিয়া পরিচালক ইলেইন পিয়ারসনের নেতৃত্বে এইচআরডব্লিউর একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা প্রধান উপদেষ্টার কাছে জুলাই বিপ্লবের ওপর একটি প্রতিবেদন হস্তান্তর করেন।

এসময় সংস্কার উদ্যোগ ও দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে প্রচেষ্টার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেন এইচআরডব্লিউর প্রতিনিধিদল।

এইচআরডব্লিউর এশিয়া প্রধান বলেন, আপনারা এখন পর্যন্ত যে অগ্রগতি করেছেন তাকে আমরা সাধুবাদ জানাই। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সময়ের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব উপলব্ধি করছে।

হিউম্যান রাইটস ওয়াচ র‌্যাব ভেঙে দেওয়ার সুপারিশ করে বলেছে, তাদের যেসব কর্মকর্তা হত্যা ও জোরপূর্বক গুমের জন্য দায়ী তাদের অপরাধের জন্য জবাবদিহি করতে হবে।

স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলের কঠিন পরিস্থিতির মধ্যে এইচআরডব্লিউর প্রচেষ্টার প্রশংসা করে ড. ইউনূস বলেন, গত ১৬ বছরের প্রতিবেদনগুলোতে শাসকগোষ্ঠীর ব্যাপক অপরাধের চিত্র উঠে এসেছে।

তিনি বলেন, র‍্যাব প্রকাশ্যে তাদের অপরাধের জন্য ক্ষমা চেয়েছে, কিন্তু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের জন্য দায়ী কর্মকর্তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত।

ইলেইন পিয়ারসন বলেন, ২০০৯-২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনী রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল এবং তারা এমন আচরণ করেছিল যেন তারা ‘দলীয় ক্যাডার’। এর পদ্ধতিগত সংস্কার প্রয়োজন।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা স্বচ্ছতা ও উন্মুক্ত থাকার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সব সংস্কার সুপারিশ প্রকাশ করেছি, যাতে জনগণ কাঙ্ক্ষিত সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। আপনি যেমন উল্লেখ করেছেন, ১৫ বছরের নিপীড়ন ও অপরাধ পূর্বাবস্থায় ফিরিয়ে আনা একটি চ্যালেঞ্জিং প্রচেষ্টা হবে।

এইচআরডব্লিউর প্রতিবেদন অনুসারে, জোরপূর্বক গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে আরও বলেছেন, শেখ হাসিনা বা সরকারের শীর্ষ কর্মকর্তারা নিখোঁজ হওয়ার বিষয়ে জানতেন এবং কিছু ক্ষেত্রে শেখ হাসিনা নিজেই জোরপূর্বক গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন।

এইচআরডব্লিউর এশিয়া বিষয়ক প্রধান জানান, সফরকালে তিনি সংস্কার কমিশনের বেশ কয়েকজন প্রধান এবং রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সংস্থাটি বলেছে, সংস্কারগুলো পাকাপোক্ত করা উচিত এবং নিরাপত্তা বাহিনীকে যথাযথ তদারকির আওতায় আনতে হবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, বাস্তুচ্যুত হাজার হাজার রোহিঙ্গার জন্মভূমি রাখাইনে একটি নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং প্রধান বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই নিরাপদ অঞ্চলের নিরাপত্তার নিশ্চয়তা দেবেও আশাবাদ ব্যক্ত করেন ড. ইউনূস।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ