সর্বশেষ
ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
খালি পেটে পেঁপে পাতার রস খেলে মিলবে যেসব উপকার
৮৬ বছর বয়সে উইন্ডসার্ফিংয়ে বিশ্বরেকর্ড
সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হলেই কোরবানি ওয়াজিব
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ

চ্যাম্পিয়ন্স লিগে আজ অগ্নিপরীক্ষা রিয়াল, সিটি, পিএসজির

স্পোর্টস ডেস্ক

এমন কিছু আপনি দেখে থাকেন ইউরোপিয়ান লিগগুলোর শেষ দিনে। বদলে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাট এবার সে রোমাঞ্চ নিয়ে হাজির হয়েছে আপনার সামনে। ইউরোপিয়ান ফুটবলের মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়নস লিগে এবার ইতিহাস গড়তে যাচ্ছে। এক রাতেই ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ বুধবার। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। নতুন ফরম্যাট চালু হওয়ার পর এটি প্রথমবারের মতো ঘটছে। এবার এখানে একই সময়ে একাধিক বড় ক্লাবের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে।

ম্যানচেস্টার সিটি ও পিএসজি-র মতো ক্লাবগুলো এখনো শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি। সিটি ২৫ নম্বরে থাকায় ব্রুগার বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই। অন্যদিকে, পিএসজি ও স্টুটগার্টের লড়াইও প্লে-অফের জন্য গুরুত্বপূর্ণ, কারণ জয়ী দল সরাসরি পরবর্তী রাউন্ডে উঠে যাবে। পিএসভি ও লিভারপুলের ম্যাচেও উত্তেজনা থাকবে, যেখানে লিভারপুল ইতোমধ্যে পরবর্তী পর্ব নিশ্চিত করলেও পিএসভি-র জন্য ১ পয়েন্ট পেলেই প্লে-অফ নিশ্চিত হবে।

বার্সেলোনা ও আতালান্তার ম্যাচেও একই ধরনের উত্তেজনা থাকবে। বার্সা শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে। তবে আতালান্তার জন্য ড্র-ও যথেষ্ট হতে পারে। ব্রেস্ত ও রিয়াল মাদ্রিদের মধ্যকার লড়াইও গুরুত্বপূর্ণ, কারণ জয়ী দল সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে পারে।

স্পোর্তিং সিপি ও বোলোনিয়ার ম্যাচেও উত্তেজনা থাকছে, কারণ স্পোর্তিং জয় পেলেই পরবর্তী পর্বে চলে যাবে। বায়ার্ন মিউনিখ ও ব্রাতিস্লাভার ম্যাচে জার্মান জায়ান্টরা জিতলে শীর্ষ আটে থাকার সম্ভাবনা রয়েছে। ডর্টমুন্ড ও শাখতার ডনেৎস্কের মধ্যকার ম্যাচেও জার্মান ক্লাবটি জয় পেলে শেষ ষোলো নিশ্চিত করতে পারে।

অন্যদিকে, লেভারকুসেন, আর্সেনাল, ইন্টার মিলান, জুভেন্টাস ও এসি মিলানের মতো দলগুলোও পরবর্তী রাউন্ড নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে। বিশেষ করে এসি মিলানের জন্য জয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে পারে।

পয়েন্ট তালিকায় শীর্ষ ৮ দল সরাসরি শেষ ষোলোতে যাবে, আর ৯ থেকে ২৪ নম্বর দলগুলো প্লে-অফ খেলবে। ৩১ জানুয়ারি সুইজারল্যান্ডে প্লে-অফের ড্র অনুষ্ঠিত হবে, যেখানে ভালো অবস্থানে থাকা দলগুলো কিছুটা সুবিধা পাবে। প্লে-অফের ম্যাচগুলো ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, এরপর মার্চে শুরু হবে শেষ ষোলো পর্ব।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ