ঘুরতে ভালোবাসেন অভিনেত্রী কেয়া পায়েল। তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই বোঝা যায়, কখনো দেশে আবার কখনো দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। নতুন বছরের প্রথম মাসজুড়ে অভিনেত্রী ধরা দিয়েছেন নানা রকম মুডে। ক্যামেরাবন্দী হয়েছেন ফ্যাশনেবল সব আউটফিটে। আজকের আয়োজন কেয়া পায়েলের জানুয়ারি ডায়েরি নিয়ে। ছবির গল্পে তাঁর স্টাইলিশ লুকগুলো দেখে নিই চলুন—
একদম নো মেকআপ লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। পরেছেন খুব সুন্দর একটা ন্যুডল স্ট্র্যাপের বডিকন ড্রেস। সঙ্গে নিয়েছেন কালো মিনি স্লিং ব্যাগ।
ড্রেসের ব্যাক স্লিট ডিজাইন নজর কাড়ছে। সঙ্গে পরেছেন কালো স্লিপার।
কালো ফ্লোরাল বডিকন ড্রেসে স্টাইলিশ কেয়া পায়েল। অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছেন কালো রাউন্ড শেপের সানগ্লাস আর কালো ব্যাগ। সিম্পল নেকপিস পরেছেন আর হাতে ফ্লোরাল ব্রেসলেট।
ছেড়ে রাখা চুল, মিনিমাল মেকআপেই সুন্দর তিনি। আবেদন যোগ করেছে গালে আঙুল দেওয়া ‘পাউট’ পোজ।
এভাবেই নতুন বছরের প্রথম দিন সেলফিতে ধরা দিয়েছিলেন কেয়া। কালো ট্যাংক টপ, কানে গোল্ডেন স্টাড, পার্ল পেন্ডেন্ট, হাতে ঘড়ি আর চোখে রাউন্ড সানগ্লাসের সিম্পল আমেজে।
ভিয়েতনামে সেন্ট ইমানুয়েল গির্জার সামনে অভিনেত্রী। পরেছেন বেগুনি কালো বডিকন ড্রেস। পায়ে গোলাপি পাম্প শু।
ক্যাজুয়াল লুকে বেশ স্টাইলিশ আর ফুরফুরে মুডে ক্যামেরাবন্দী হয়েছেন কেয়া। টি–শার্ট, জিনস, সাদা স্লিকার্স আর চোখে কালো চশমা।
কুশিকাঁটার সাদা স্লিভলেস জামায় শুভ্র আবেদন ছড়াচ্ছেন তিনি।
শাড়িতে বাঙালি নারী সবচেয়ে আবেদনময়ী।
লাল টপস আর মাথায় পরা মিকি হেডব্যান্ডে মিষ্টি কেয়া পায়েল।