সর্বশেষ
ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
খালি পেটে পেঁপে পাতার রস খেলে মিলবে যেসব উপকার
৮৬ বছর বয়সে উইন্ডসার্ফিংয়ে বিশ্বরেকর্ড
সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হলেই কোরবানি ওয়াজিব
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ

বিয়ের ৪ মাসের মাথায় মা হলেন অভিনেত্রী রূপসা

বিনোদন ডেস্ক

বিয়ের বয়স চার মাস। এর মধ্যেই হলেন সন্তানের মা। তাও আবার টালিউড অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের। গত বছর পূজার মৌসুমে প্রেমিক সায়নদীপ সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। তার ঠিক এক মাস পরেই সুখবর দিয়েছিলেন— সংসারে আসছে নতুন অতিথি। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে রূপসা ও সায়নদীপ ইঙ্গিত দিয়েছিলেন—তাদের জীবনে নতুন সদস্যের আগমন হয়েছে।

আবারও সামাজিক মাধ্যমে শেয়ার করে নেওয়া একটি ছবিতে এক সদ্যোজাতের আঙুল দেখা যাচ্ছে। সেই ছবির ক্যাপশনে লেখা— সংসারে নতুন সদস্যের আগমন হয়েছে গত ২৬ জানুয়ারি। তাই রূপসা ও সায়নদীপ সদ্যোজাতের হয়ে লিখেছেন, ‘প্রজাতন্ত্র দিবসের বিলম্বিত শুভেচ্ছা। নিজেকেও জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা জানাই। ইতি, জুনিয়র।’

এর আগেই সাধের আসর থেকে একটি ভিডিও শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ভিডিওতে দেখা গিয়েছিল— পরিবারের সবাই ভোটদান পর্বে মেতেছেন। পুত্র হবে নাকি কন্যা, সেই নিয়ে ছিল ভোটদান পর্ব। পাল্লা ভারি ছিল পুত্রের দিকে। এর পরেই কটাক্ষ ধেয়ে এসেছিল রূপসার দিকে। নিন্দুকেরা বলেছিলেন, পুত্র বা কন্যা যা-ই হোক, যেন সে সুস্থ হয়।

তবে শুক্রবারের প্রথম পোস্টে রূপসা বা সায়নদীপ প্রকাশ করেননি, তাদের কোলে পুত্র নাকি কন্যা এসেছে। মূলত পোস্টটি করেছিলেন অভিনেতা সায়নদীপ। তিনি যৌথভাবে রূপসার সঙ্গে ছবিটি পোস্ট করেছেন। সেই ছবি দেখে রূপসার অনুরাগীদের অনুমান, সংসারে পুত্রসন্তানই এসেছে। তার কারণ সাধারণত পুত্র হলেই বাবারা ‘জুনিয়র’ বলে সম্বোধন করে থাকেন। ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয় ‘অ্যানিমেল’-এর গান ‘পাপা মেরি জান’। এই গানও পুত্রসন্তানের সঙ্গেই মানানসই বলেই অনুরাগীদের অনুমান।

এই জল্পনার মাঝেই নতুন মা রূপসা একটি পোস্ট করে ঘোষণা দেন, কোলে পুত্রসন্তানই এসেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, সদ্যোজাতের আঙুলে স্নেহচুম্বন করছেন অভিনেত্রী। পোস্টে নতুন মা-বাবাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ