সর্বশেষ
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
খালি পেটে পেঁপে পাতার রস খেলে মিলবে যেসব উপকার
৮৬ বছর বয়সে উইন্ডসার্ফিংয়ে বিশ্বরেকর্ড
সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হলেই কোরবানি ওয়াজিব
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত

তুলোধুনো করার পর নতুন রেস্তোরাঁয় দীপিকাকে আমন্ত্রণ কঙ্গনার

বিনোদন ডেস্ক

কঙ্গনা রানাউতকে বলিপাড়ায় ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে সবাই জানে। সেই সঙ্গে পরিচিত ‘কুইন কঙ্গনা’ হিসেবে। কিন্তু সামান্য কিছুতেই মেজাজ হারিয়ে রুদ্র রূপ ধারণ করেন অভিনেত্রী। একাধিকবার বেফাঁস মন্তব্যও করেন কঙ্গনা। তাই অভিনেত্রীর নিন্দুকের সংখ্যাও কম নয়। আর ইদানিং মাঝেমধ্যে দেখা যায়, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নানান বিষয়ে কটাক্ষ করেন অভিনেত্রী। আর দীপিকা কোনো প্রতিক্রিয়া না দিলেও কঙ্গনার দিক থেকে ধেয়ে আসে নানা তির্যক মন্তব্য।

তবে এবার সব কিছু ভুলে নতুন রেস্তোরাঁ উদ্বোধনের আগেই সেই দীপিকা পাড়ুকোনকে আমন্ত্রণ জানালে কঙ্গনা রানাউত। নিজের রেস্তোরাঁয় দীপিকাকেই চান কঙ্গনা প্রথম অতিথি হিসেবে। আজ বৃহস্পতিবারই নিজের নতুন সফরের ঘোষণা করেছেন অভিনেত্রী।

রেস্তোরাঁ খুলবেন— এটা অনেক দিনের স্বপ্ন ছিল কঙ্গনার। সেই স্বপ্নই সত্যি হতে চলেছে। হিমাচল প্রদেশে পাহাড়ের বুকে খুলেছেন নিজের প্রথম রেস্তোরাঁ। এর আগে এক পুরোনো ভিডিওতে রেস্তোরাঁ খোলার পরিকল্পনা শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। সেই গোলটেবিল সাক্ষাৎকারে কঙ্গনার সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালান ও নিমরত কৌর।

সাক্ষাৎকারে কঙ্গনার রেস্তোরাঁ খোলার পরিকল্পনা শুনেই দীপিকা জানিয়েছিলেন— সেই রেস্তোরাঁর প্রথম অতিথি তিনিই হবেন। সব তর্কবিতর্ক ভুলে গিয়ে সেই কথাই আবার দীপিকাকে মনে করিয়ে দিলেন কঙ্গনা রানাউত।

সেই পুরোনো সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন— আমি একটা রেস্তোরাঁ খুলতে চাই। সারা বিশ্বের নানা রকমের খাবার থাকবে সেই রেস্তোরাঁয়। আমি সারা বিশ্বের খাবার খেয়েছি। নানা ধরনের খাবারের প্রণালি আমার কাছে রয়েছে। কোনো একদিন আমার নিজের একটা খুব সুন্দর ক্যাফে দেখতে হবে। খাবারের ব্যাপারে আমার বিশেষ আগ্রহ রয়েছে। এই শুনেই দীপিকা বলে উঠেছিলেন—আমি তোমার রেস্তোরাঁয় প্রথম অতিথি হব।

সেই পুরোনো ভিডিও কঙ্গনার এক অনুরাগী সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন। সেই ভিডিও দেখেই কঙ্গনা মনে করিয়ে দেন দীপিকাকে। নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে নিয়ে সেখানে দীপিকাকে ট্যাগ করেন অভিনেত্রী। তবে দীপিকার তরফ থেকে আসেনি কোনো প্রতিক্রিয়া।

আজ বৃহস্পতিবার কঙ্গনা তার রেস্তোরাঁর বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন। বরফাবৃত সেই ক্যাফের ছবি মুহূর্তে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে, অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তে এই রেস্তোরাঁ চালু হচ্ছে। আর সেদিনের প্রধান অতিথি হিসাবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের উপস্থিতির অপেক্ষায় কঙ্গনা রানাউতের ভক্ত-অনুরাগীরা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ