সর্বশেষ
সুন্দরী প্রতিযোগিতার পরে ফ্যাশন জগতে নজর কাড়ছেন নীলা, চিনে নিন তাঁকে ১৫টি আকর্ষণীয় লুকে
আভিজাত্যময় আবেদনে জুড়ি নেই জয়ার, দেখুন তাঁর নতুন লুক
রেফারি নিয়ে অসন্তোষ কাটিয়ে ফাইনালে নামছে রিয়াল
জীবজন্তুর প্রতি সদয় আচরণ
১০ বছরে অবৈধ হয়ে দেশে ফিরেছেন ৭ লাখ বাংলাদেশি
সংসদের আগে স্থানীয় নির্বাচন চাইলেন জামায়াতের আমির
ঝলমলে আমেজে দিশা পাটানির যত গ্ল্যাম লুক
পাক অভিনেতার প্রশংসা করে তোপের মুখে বলিউড অভিনেত্রী
দেশে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন হচ্ছে শিগগিরই
ভারতকে ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর
৮ মাসে ২৬ রাজনৈতিক দলের উত্থান, উদ্দেশ্য কী?
ভারতের কাছে জড়িত থাকার অভিযোগের প্রমাণ চেয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’
অন্য অভিবাসীদের আটকে দিলেও দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আনতে চান ট্রাম্প
নির্মাণ সামগ্রী খোলা স্থানে রাখায় পরিবেশ মন্ত্রণালয়ের জরিমানা

পদ্মায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীর পদ্মা নদীতে মো. ফারুক হোসেন (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটার গান, ১টি দেশীয় কাঠের বাটযুক্ত পাইপগান, ১টি কাঠের বাটযুক্ত এয়ারগান, ৪টি অবিস্ফোরিত সবুজ ককটেল সদৃশ বস্তু, ১টি রামদা, ১৮টি তাজা কার্তুজ, ১টি লোহার শ্যালো মেশিনের হ্যান্ডেল, ১টি কাঠের বাটযুক্ত ডেগার ও একটি মোবইল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে নৌ-পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আটক ফারুক হোসেন রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পূর্ব চর আফরা গ্রামের আক্কাস আলী শেখের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে।

নৌ-পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল পদ্মা নদীতে টহলে ছিলেন। এ সময় পাংশা থানা পুলিশ তথ্য দেয় যে, আক্তার শেখের বাড়ির পেছনে ইঞ্জিন চালিত নৌকায় কতিপয় লোক অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে পদ্মা নদীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে। এ খবরে টহল দলটি সকাল সাড়ে ৭টার দিকে পাংশা থানা এলাকায় পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে লাফ দিয়ে দৌড়ে পালানোর সময় ফারুককে আটক করে যৌথবাহিনী। এ সময় তার সঙ্গে থাকা ট্রলারটি জব্দ করা হয়। এতে উল্লেখিত অস্ত্রগুলো পাওয়া যায়।

এ ঘটনায় নৌ-পুলিশের এসআই মেহেদী হাসান অপূর্ব বাদী হয়ে পাংশা থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে দৌলতদিয়া নৌ-পুলিশের এসআই এনামুল হক বলেন, আটক আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এবং জড়িতদের খোঁজ নেওয়া হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ