শেখ হাসিনার ভাষণের পর সারা দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগকারী বিক্ষুব্ধ জনতার উদ্দেশে প্রবাসী সাংবাদিক ইলিয়াস তার ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তার দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, আপাতত এপর্যন্তই থামুন, নতুন করে কোন ধরনের ভাঙাভাঙি থেকে বিরত থাকার অনুরোধ থাকলো। আমার বিশ্বাস সরকার আওয়ামী লীগের ব্যাপারে আর নমনীয়তা দেখবে না।’
উল্লেখ্য,গত ৫ ফেব্রুয়ারি বুধবার ভারত থেকে শেখ হাসিনার দেয়া ভাষণের পর ধানমন্ডি-৩২ সহ সারাদেশে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। তাদের থামার আহ্বান আসে বিভিন্ন মহল থেকে।