সর্বশেষ
১০ বছরে অবৈধ হয়ে দেশে ফিরেছেন ৭ লাখ বাংলাদেশি
সংসদের আগে স্থানীয় নির্বাচন চাইলেন জামায়াতের আমির
ঝলমলে আমেজে দিশা পাটানির যত গ্ল্যাম লুক
পাক অভিনেতার প্রশংসা করে তোপের মুখে বলিউড অভিনেত্রী
দেশে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন হচ্ছে শিগগিরই
ভারতকে ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর
৮ মাসে ২৬ রাজনৈতিক দলের উত্থান, উদ্দেশ্য কী?
ভারতের কাছে জড়িত থাকার অভিযোগের প্রমাণ চেয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’
অন্য অভিবাসীদের আটকে দিলেও দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আনতে চান ট্রাম্প
নির্মাণ সামগ্রী খোলা স্থানে রাখায় পরিবেশ মন্ত্রণালয়ের জরিমানা
সরকারি প্রতিষ্ঠানে ৯৯ পদে চাকরি, ১৮ বছরেই আবেদনের সুযোগ
‌‘মাথায় ক্যামেরা, খুনের পর সেলফি তুলেছিল তারা’
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ক্রিকেটাররা, থাকবেন তামিমও
আজ যেমন থাকবে ঢাকার আকাশ

বিশেষ উৎসবকে ঘিরে প্রস্তুত সাদুল্লাপুরের ফুলচাষিরা

নিজস্ব প্রতিবেদক

ভালোবাসা-বন্ধুত্ব, আনন্দ-বেদনা সব কিছু লুকিয়ে থাকে ফুলের মধ্যে। আর এই ফুলকে ভালোবাসে না এমন লোক কমই আছে। আর ফেব্রুয়ারি মানেই তো ফুলের মাস। এ মাসেই বসন্তবরণ, বিশ্ব ভালোবাসা ও মাতৃভাষা দিবস। এই দিবসগুলোকে সামনে রেখে ফুলের চাহিদা মেটাতে প্রস্তুত গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফুলচাষিরা।

এদিকে, রঙিন এই ক্ষেতে মুগ্ধকর দৃশ্য দেখতে বিভিন্ন স্থান থেকে আসছেন ফুলমেপ্রমিরা। তারা কেউ কেউ কিনছেন ফুল। কেউবা তুলছেন মোবাইফোনে সেলফি। এসময় ব্যক্ত করলেন তাদের অনুভূতি।

শনিবার দুপুরে সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের তাজনগর, চকনদী, রাঘবেন্দপুর ও কাঁঠাল লক্ষিপুর এলাকার মাঠজুড়ে দেখা গেছে- নানা ফুলের সমাহার। এসময় ব্যস্ত সময় পার করছিলেন ফুলচাষিরা।

কৃষক আনিছুর, সবুজ ও আরিফ মিয়া জানান, তারা আবাদ করেছে চন্দ্রমল্লিকা গাদা, গ্লাডিওলাস, গোলাপ, ও রজনীগন্ধাসহ নানা জাতের ফুল। আসছে কয়েকটি দিবসকে ঘিরে অধিক লাভের আশা করছেন তারা। স্বল্প ব্যয়ে ফুলচাষ করে অধিক লাভে ইতোমধ্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন বলে জানালেন এই ফুলচাষিরা।

কৃষি বিভাগ বলছে, সাদুল্লাপুর উপজেলায় শতাধিক বিঘা জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই রয়েছে ইদিলপুর ইউনিয়নে। এখানকার বেশ কিছু কৃষক প্রায় একযুগ থেকে অন্য ফসল ছেড়ে ফুল চাষে ঝুঁকে পড়েছে।
সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম বলেন, ইদিলপুর এলাকায় মাটি ফুল চাষে অত্যন্ত উপযোগী। তাই কৃষকরা ফুল চাষ করে যথেষ্ট লাভবান হচ্ছে। তাদের আরও লাভবান করতে সর্বাত্নকভাবে সহযোগীতা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ