সর্বশেষ
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত
আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: নাহিদ ইসলাম
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়: দুদু
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা কমিটি গঠিত

বয়সের ছাপ দূর করতে কার্যকর গোলাপ তেল, বানাবেন যেভাবে

অনলাইন ডেস্ক

আপনার বয়স বাড়ছে, সেই সঙ্গে ত্বকের টান টান ভাব বয়সের ছাপ স্পষ্ট করে দিয়েছে। আর তা দেখে আপনি দুশ্চিন্তায় আরও নিজেকে দিন দিন হারিয়ে ফেলছেন। হ্যাঁ, দুশ্চিন্তা বটে— সময়ের আগে বয়সের ছাপ পড়ে গেলে দুশ্চিন্তা হওয়াই স্বাভাবিক। আর সে কারণে বয়সের কথা উঠলেই মনে পড়ে যায় কণ্ঠশিল্পী কাঙ্গালিনী সুফিয়ার সেই বিখ্যাত গানের কথা— বুড়ি হইলাম তোর কারণে। কত কষ্ট কইরা আমি/কামাই রোজগার করি আনি/ তবু বুইড়ার মন পাইলাম না রে/বুড়ি হইলাম তোর কারণে/পরানের বান্ধব রে/ বুড়ি হইলাম তোর কারণে।

সত্যিই কাঙ্গালিনী সুফিয়ার এই গান আমাদের জীবনের কথা বলে, বয়সের কথা বলে। বয়সকে আটকানো হয়তো যাবে না; কিন্তু বয়সের ছাপ দূর করা সম্ভব। সে জন্য আমাদের সচেতন হওয়া উচিত। আমরা যেন সময়ের আগে বুড়ো-বুড়ি হয়ে না যাই।

আর আপনি এই বয়সের ছাপ দূর করতে পারেন কিছু নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে।  এর জন্য আপনার খুব বেশি অর্থ খরচও হবে না। বাড়িতেই গোলাপ তেল দিয়ে বানিয়ে দূর করতে পারবেন আপনার বয়সের ছাপ। সে জন্য যা করতে হবে আপনাকে।

ব্রিটেনের প্রয়াত যুব রানি ডায়ানা নিজের ত্বক চর্চার জন্য ব্যবহার করতেন গোলাপের তেল ও অ্যাভোকাডো মাস্ক। ডায়ানার সৌন্দর্যের কথা কারও অজানা নয়। আপনি চাইলে নিজের ত্বক পরিচর্যায় ডায়ানার টোটকা ব্যবহার করতে পারেন।

ত্বকের পরিচর্যায় প্রতিদিন নিত্যনতুন উপাদানের নাম শোনা যায়। তবে রূপচর্চায় গোলাপ একেবারেই নতুন নয়; বহু প্রাচীনকাল থেকে রানিদের স্নানের জন্য তার সখীরা দুধে গোলাপের পাপড়ি ভিজিয়ে রাখতেন। ত্বকচর্চায় গোলাপজলের ভূমিকাও কম নয়। তবে গোলাপের তেলের কথা শুনেছেন কি? রাজা-রানিদের ত্বকের পরিচর্যায় গোলাপের তেলের ব্যবহারও হয়ে আসছে অনেক দিন ধরেই। গোলাপের তেল কেন ব্যবহার করবেন এবং এর উপকারিতাই বা কী—

এ বিষয়ে রূপচর্চাশিল্পীরা বলছেন, গোলাপের তেল ত্বকে ব্রণ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে বয়সের ছাপ পড়তে দেয় না। গোলাপের তেলে থাকা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান ত্বকের কোষের তন্তুতে প্রবেশ করে ত্বকে টান টান ভাব নিয়ে আসে। ফলে ত্বক অনেক বেশি নবীন দেখায়।

যেভাবে গোলাপের তেল বানাবেন, তা জেনে নিন—

একটি সসপ্যানে ইঞ্চিখানেক মাপের পানি নিয়ে ফুটিয়ে নিয়ে আঁচ থেকে নামিয়ে নিন। এবার একটি কাচের পাত্রে ভালো মানের অলিভ অয়েল অথবা জোজোবা অয়েল নিয়ে তাতে গোলাপের পাপড়ি থেঁতলিয়ে ভিজিয়ে দিন। কাচের পাত্রের মুখ ঢেকে পাত্রটিকে গরম পানির পাত্রে ডুবিয়ে রাখুন। ২৪ ঘণ্টা  উষ্ণ গরম পানিতেই রাখতে হবে পাত্রটিকে। দরকার হলে বারবার পানি বদলে দিতে হবে। ২৪ ঘণ্টা পর একটি ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে নিন। ওই তেল কোনো গাঢ় রঙের বোতলে ঢেলে রাখুন। রোদে বা গরম জায়গায় রাখবেন না।

গোলাপের তেল ব্যবহার যেভাবে করবেন—

রাতে শোয়ার আগে কয়েক ফোঁটা হাতে নিয়ে মুখে হালকা হাতে ম্যাসাজ করুন। অথবা মধু কিংবা অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে মুখে মাখুন। মিনিট ২০ রেখে সামান্য গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে ব্যবহার করার আগে অবশ্যই হাতে প্যাঁচ টেস্ট করে নেবেন। কোনো রকম অস্বস্তি না হলে তবেই মুখে মাখুন গোলাপের তেল।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ