ভালোবাসার মানুষ নিয়ে কেউ কিছু বললে রেগে ওঠা কমন সমস্যা। আর সম্প্রতি কাউকে ভালো লাগাকে বলা হয় ক্রাশ। যেখানে ক্রাশ খাওয়া মানুষকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করলে বিরক্ত হয়ে পড়েন অনেকে। এমনই হয়েছে পাকিস্তানের ইনস্টাগ্রামে পরিচিত মুখ দুয়া জাহরার। পাকিস্তানি এই মডেল মজেছেন বাবরে, তাকে নিয়ে কোনো হাসি-তামাশা একেবারেই সইতে পারেন না তিনি।
পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের ওপর ক্রাশ খেয়েছেন দুয়া জাহরার। তবে এই মডেলের ওপর নিয়মিত ক্রাশ খান পাকিস্তানিরা। আর তিনি কিনা মজেছেন বাবরে। সম্প্রতি একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দুয়া হাজরা জানান বাবরের প্রতি নিজের দুর্বলতার কথা।
জনপ্রিয় এই মডেল বলেন, ‘আমার ক্রাশ একজনই। তিনি বাবর আজম। তাকে আমার ভীষণ ভালো লাগে। বাবরকে নিয়ে যদি কেউ কোনো ঠাট্টা করে, আমার তখন ভালো লাগে না। তাকে নিয়ে কোনো বাজে কথাই সহ্য করতে পারি না। রাগ হয়। আবার নিজের মনটাও খারাপ হয়ে যায়’।
ইনস্টাগ্রামে ৩ লাখ ৫৩ হাজার ফলোয়ার রয়েছে ২৬ বছর বয়সি এই অভিনেত্রী দুয়া জাহরার।
বাবরকে পছন্দ করা সম্পর্কে দুয়া জানান, যে তার জীবনসঙ্গী হবে, তাকেও ক্রিকেট পছন্দ করতে হবে। নইলে সম্পর্কই এগোবে না।