শবনম বুবলীর সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। ঢালিউডের চিত্রনায়িকাদের মধ্যে সুন্দরী হিসেবে নামডাক আছে তাঁর। মানিয়ে যায় তাঁকে সব ধরনের পোশাকে। সম্প্রতি সুপারফিট হয়ে ওঠা এই ঢালিউড সুন্দরী আজকাল প্রায়ই জাদু ছড়াচ্ছেন নানা সাজে। এখানে তিনি ফ্রেমবন্দী হয়েছেন কিউট ওয়েস্টার্ন লুকে।
আকর্ষণীয় মিডি ড্রেসে ফ্রেমবন্দী হয়েছেন বুবলী।
আউফিটের দুটি পার্ট। নীল-লাল বর্ডারের মিডি জামার ওপর একই প্রিন্টের শর্ট জ্যাকেট। এর ডিজাইনার সাবিহা রিংকু
সাদা জামার ওপর নীল, সাদা, লাল বিচ হাট ও কোস্টাল থিমে সাজানো মোটিফ ফুটে উঠেছে।
এই আউটফিটের সঙ্গে বুবলীর মাঝ সিঁথি করা স্ট্রেট বব বেশ স্টাইলিশ আমেজ এনেছে।
হাতে রুপালি চেইনের ঘড়ি আর কানে মুক্তার দুল পরেছেন অনুষঙ্গ হিসেবে। ন্যুড মেকআপে নজর কাড়ছে আইল্যাশ পরা চোখের সাজ ও ন্যুড পিংক লিপকালার। অভিনেত্রীর এই সাজ মাসুদ রনি মেকওভার অ্যান্ড ব্রাইডালের করা
আনমনে ফ্রেমে ধরা দিয়েছেন বুবলী। মিষ্টি মুহূর্তগুলো ক্যামেরায় এনেছেন চিত্রশিল্পী রাকেশ রাকিব
রিমলেস মেটাল চৌকো ফ্রেমের সানগ্লাসে স্টাইলিশ বুবলী
পোশাকের সঙ্গে হিলস পরেছেন নায়িকা। সব মিলিয়ে বেশ স্টাইলিশ লাগছে তাঁকে
ছবি: বুবলীর ফেসবুক