অভিনেত্রী জয়া আহসান বেশির ভাগ সময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন তাঁর সাজপোশাক নিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন তিনি, যা ফ্যাশনিস্তাদের বেশ ভালো লেগেছে। পশ্চিম বাংলার টেলিগ্রাফ টি-টুর ১৮তম বর্ষপূর্তিতে গ্ল্যামারাস লুকে দেখা গেছে অভিনেত্রীকে। চলুন ছবিগুলো দেখে আসি
স্লিভলেস কালো গাউনের জমকালো লুকে জয়া আহসান বরাবরের মতোই তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। ফ্লোরছোঁয়া অরগাঞ্জা ফেব্রিকের এই গাউনের ওপরের অংশটুকু পুরোটাই হ্যান্ড এমব্রয়ডারি করা।
বিশেষ আকর্ষণ কাড়ছে গাউনের সাইড কাটআউট আর ব্যাকলেস ফিচার। পুঁতি, বিডস আর সিকুইনের নিখুঁত কারুকাজ ফুটে উঠেছে এই পোশাকে।
কানে ডায়মন্ড স্টাড দুল, হাতে কালো ঘড়ি আর উঁচু করে বাধা স্টাইলিশ হেয়ারস্টাইল বেছে নিয়েছেন তিনি এই আউটফিটের সঙ্গে। মেকআপে প্রাধান্য পেয়েছে চোখের সাজ। মভ আইশ্যাডো, পুরো করে দেওয়া মাসকারা আর কাজল। ঠোঁটে মভরঙা লিপস্টিক।
টেলিগ্রাফ টি-টুর ১৮তম বর্ষপূর্তিতে গ্ল্যামারাস আর হাস্যোজ্জল লুকে তিন অভিনেত্রী। জয়ার সঙ্গে গোল্ডেন শাড়ির লুকে পাওলি দাম। এর পাশেই কালো গাউন আর লাল স্যুটে ঋতুপর্ণা।