সর্বশেষ
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
খালি পেটে পেঁপে পাতার রস খেলে মিলবে যেসব উপকার
৮৬ বছর বয়সে উইন্ডসার্ফিংয়ে বিশ্বরেকর্ড
সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হলেই কোরবানি ওয়াজিব
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত

প্রিমিয়ার লিগ সবচেয়ে দামি, রোনালদোদের লিগের চেয়ে মেসিদের লিগের দাম বেশি

স্পোর্টস ডেস্ক

বিশ্বের সবচেয়ে দামি ফুটবল লিগের মুকুট ধরে রাখল ইংলিশ প্রিমিয়ার লিগ। খেলাধুলার মাঠের খবর ছাড়াও বেটিং ও আর্থিক বিশ্লেষণী ওয়েবসাইট স্পোর্টিংপিডিয়া এই তথ্য প্রকাশ করেছে। ইংল্যান্ডের শীর্ষস্থানীয় এই লিগের বর্তমান মোট বাজারমূল্য ১১৭৭ কোটি ইউরো। ২০ দলের এই লিগে প্রতিটি দলের গড় দাম ৫৮ কোটি ৮০ লাখ ইউরো করে।

মোট বাজারমূল্যে ১০০ কোটি ইউরো পেরিয়ে গেছে ১১টি ফুটবল লিগ। ফুটবল বৈশ্বিক অর্থনীতির ব্যাপ্তি যে দিন দিন আরও বাড়ছে, এটাকে তার প্রমাণ বলেই মনে করে স্পোর্টিংপিডিয়া।

সবচেয়ে দামি পাঁচ ফুটবল লিগের মধ্যে দুইয়ে স্প্যানিশ লা লিগা। স্পেনের শীর্ষস্থানীয় এ লিগের বাজারমূল্য ৫২৯ কোটি ইউরো। অর্থাৎ প্রিমিয়ার লিগের তুলনায় লা লিগার বাজারমূল্য অর্ধেকেরও কম। তিনে ইতালির শীর্ষ লিগ সিরি আ। তাদের বাজারমূল্য ৫০৭ কোটি ইউরো। ৪৪৮ কোটি ইউরো দাম নিয়ে চারে জার্মান বুন্দেসলিগা। ফ্রান্সের শীর্ষস্থানীয় লিগ আঁ-এর দাম ৩৫২ কোটি ইউরো। শুধু প্রিমিয়ার লিগের দামই ১ হাজার কোটি পেরিয়ে গেছে।

বাজারে দামের সব রকম মানদণ্ড মূল্যায়ন করে এই জরিপ প্রকাশ করেছে স্পোর্টিংপিডিয়া। মোট বাজারমূল্যে ১০০ কোটি ইউরো পেরিয়ে যাওয়া লিগগুলোর মধ্যে রয়েছে ব্রাজিলিয়ান সিরি আ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও সৌদি প্রো লিগ। নেইমার কিছুদিন আগেই ফিরেছেন ব্রাজিলের ক্লাব সান্তোসে। ক্লাবটির হয়ে খেলবেন সিরি আ-তে। এ ছাড়া ব্রাজিলিয়ান সিরি আ-তে মেম্ফিস ডিপাই ও হাল্কের মতো তারকারাও আছেন।

এমএলএসের দল ইন্টার মায়ামিতে লিওনেল মেসির পাশাপাশি খেলেন লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সের্হিও বুসকেটসের মতো ইউরোপ কাঁপানো কিংবদন্তিরা। সৌদি প্রো লিগেও তারকার অভাব নেই। ক্রিস্টিয়ানো রোনালদো খেলছেন আল নাসরে, সেখানে তাঁর সতীর্থ সেনেগালিজ তারকা সাদিও মানে। আল ইত্তিহাদে খেলছেন করিম বেনজেমা।

ইউরোপের বাইরে সবচেয়ে দামি ব্রাজিলের শীর্ষ লিগ সিরি আ। দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশনের (কনমেবল) অধিভুক্ত দেশগুলোর মধ্যেও সবচেয়ে দামি এই লিগ, যার মূল্য ১৬৩ কোটি ইউরো। কনক্যাকাফ অধিভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে দামি এমএলএস। মেসিদের এই লিগের মূল্য ১২৪ কোটি ইউরো। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অধিভুক্ত দেশগুলোর মধ্যে সৌদি প্রো লিগ সবচেয়ে দামি—১০২ কোটি ইউরো।

সৌদি প্রো লিগের ক্লাবগুলোর গড় মূল্য এমএলএসের ক্লাবগুলোর চেয়ে বেশি। প্রো লিগের ক্লাবগুলোর গড় দাম যেখানে ৫ কোটি ৬৬ লাখ ইউরো করে, এমএলএসের ক্লাবগুলোর গড় দাম ৪ কোটি ১৩ লাখ ইউরো করে। ইউরোপে শীর্ষ পাঁচ লিগের বাইরে এই মহাদেশের মধ্যে সবচেয়ে দামি লিগ পর্তুগালের প্রিমেরা লিগা—মূল্য ১৫৯ কোটি ইউরো। এরপরই রয়েছে নেদারল্যান্ডসের শীর্ষ লিগ—১২৮ কোটি ইউরো দাম।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ