সর্বশেষ
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
খালি পেটে পেঁপে পাতার রস খেলে মিলবে যেসব উপকার
৮৬ বছর বয়সে উইন্ডসার্ফিংয়ে বিশ্বরেকর্ড
সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হলেই কোরবানি ওয়াজিব
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত

এমবাপ্পের চেয়ে বেশি বেতন দাবি ভিনির, কী করবে রিয়াল

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তারকায় ঠাঁসা। এক ক্লাবে যখন তারকার আধিক্য হয়, তখন শুধু খেলার মাঠে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতাই চলে না, মাঠের বাইরের কিছু আনুষঙ্গিক বিষয় নিয়েও টানাপড়েন দেখা দেয়।

এই যেমন রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের দুই পোস্টারবয় কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়ুস জুনিয়র। ক্লাবের কাছ থেকে দেড় কোটি ইউরো করে বেতন পান। কিন্তু ব্রাজিলিয়ান ভিনির আপাতত এতে পোষাচ্ছে না। ক্লাবের কাছে তার দাবি, এমবাপ্পের চেয়ে বেশি বেতনের নতুন চুক্তি দিতে হবে। এক্ষেত্রে ভিনির এজেন্ট দুই কোটি ইউরোর নতুন চুক্তি চাইছেন।

তবে রিয়াল মাদ্রিদ তার এই দাবিকে আপাতত খুব একটা আমলে নিচ্ছে না বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সের। ক্লাবটির সঙ্গে ভিনির ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। এর আগে নতুন চুক্তির বিষয়ে একমত হতে না পারলেও মাদ্রিদ ছাড়তে পারেন ভিনি।

এদিকে ব্রাজিলিয়ান এই মহাতারকাকে বিশাল এক চুক্তির প্রস্তাব দিয়ে রেখেছে সৌদি প্রো লিগের একটি ক্লাব। তারা পাঁচ বছরে ভিনিকে ১০০ কোটি ইউরো দিতেও রাজি। তবে নিজের ক্যারিয়ারের ভরা মৌসুমে ইউরোপ ছাড়তে রাজি নন, তার কাছের সূত্র থেকে এমনটাই তথ্য মিলেছে। তবে রিয়াল যদি নতুন চুক্তি দিতে চূড়ান্তভাবে অসম্মতি জানায়, সেক্ষেত্রে সৌদির প্রস্তাব ভেবে দেখতে পারেন ভিনি।

বয়স ১৮ হওয়ার আগেই ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে ভিনিকে দলে টানে রিয়াল। স্প্যানিশ ক্লাবটির ‘বি’ টিম হয়ে একসময় সিনিয়র দলে জায়গা করে নেন তিনি। এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। এখন মাদ্রিদের আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র এই ব্রাজিলিয়ান। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২৯৫ ম্যাচে ১০১ গোল করেছেন তিনি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ