বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির বিরুদ্ধে আনা মাদক মামলা বাতিল করেছেন মুম্বাই হাইকোর্ট। ২০১৬ সালে পুলিশের মাদকবিরোধী সেল সোলাপুরের একটি কারখানা থেকে ২ হাজার কোটি টাকার অবৈধ ড্রাগ জব্দ করে। এরই সূত্র ধরে আসামি তালিকায় যুক্ত করা হয় এই অভিনেত্রীর নাম এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়। তবে মমতা দাবি করেছিলেন, তাঁকে এই মামলায় ভুলভাবে জড়ানো হয়েছে। সেই কারণে তাঁর বিরুদ্ধে আনা ফৌজদারি মামলা বাতিল করার দাবি জানিয়েছিলেন।
অবশেষে মুম্বাই হাইকোর্ট এই অভিনেত্রীর বিরুদ্ধে নথিভুক্ত মামলাটি বাতিল করেছেন। সোমবার বিচারপতি ভারতী ডাংরে এবং মঞ্জুষা দেশপাণ্ডের বেঞ্চ মামলাটি বাতিল করেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, থানে পুলিশ নথিভুক্ত করা এফআইআরে অভিযুক্ত হিসেবে মমতার সঙ্গী ভিকি গোস্বামীর নামও ছিল। সোলাপুরের একটি কারখানা থেকে ২০ টন ইফেড্রিন বাজেয়াপ্ত করেছিল পুলিশের মাদকবিরোধী সেল। এরই সূত্র ধরে মমতা ও ভিকির নাম উঠে এসেছিল অভিযুক্তদের তালিকায়। তবে মমতা কুলকার্নি নিজেকে বারবারই নির্দোষ দাবি করে আইনি সহায়তা চেয়েছেন। অবশেষে সেই আইনি জটিলতা কিছুটা কেটে গেল মুম্বাই হাইকোর্ট তাঁর বিরুদ্ধে আনা মামলা বাতিল করায়।
প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি দীর্ঘদিন ধরেই অভিনয় জগৎ থেকে দূরে সরে আছেন। বলিউড হিন্দি সিনেমার পর তাঁকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ২০০৩ সালে বাংলাদেশের ‘শেষ বংশধর’ সিনেমায়।