দীর্ঘদিনের বন্ধু ও অভিনেতা গহর রশিদকে বিয়ে করলেন পাকিস্তানি তারকা অভিনেত্রী কুবরা খান। ১২ ফেব্রুয়ারি সৌদি আরবের মক্কায় বিয়ে সেরেছেন এই জুটি।
এর আগে গত সপ্তাহে পাকিস্তানে প্রাক্-বিবাহের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ‘ধোলকি’তে দুজনের বন্ধুরা উপস্থিত ছিলেন। জমকালো রাতে গানের আয়োজন ছিল। ইনস্টাগ্রাম থেকে
কুবরা ও গহর একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। এর মধ্যে ‘জান্নাত সে আগা’ ধারাবাহিকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। ইনস্টাগ্রাম থেকে
কুবরা ও গহর একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। এর মধ্যে ‘জান্নাত সে আগা’ ধারাবাহিকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। ইনস্টাগ্রাম থেকে
ঠোঁটে লিপস্টিক, হাতে ফুল, পরনে লেহেঙ্গা; হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হবু বরকে জড়িয়ে ধরে আছেন অভিনেত্রী কুবরা খান। ইনস্টাগ্রাম থেকে
৩১ বছর বয়সী এই অভিনেত্রীর জন্ম পাঞ্জাবের মুলতানে। ইনস্টাগ্রাম থেকে