সর্বশেষ
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত
আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: নাহিদ ইসলাম
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়: দুদু
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা কমিটি গঠিত

কাঁচা শাকসবজি যেভাবে রান্না করলে পুষ্টিগুণ ঠিক থাকবে

অনলাইন ডেস্ক

শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অ্যান্টি–অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদানসমৃদ্ধ খাবার খেতে পরামর্শ দেন চিকিৎসক ও পুষ্টিবিদরা। আর এসব উপাদানের অন্যতম উৎস রঙিন ও সবুজ শাকসবজি। তবে কিছু ভুলের কারণে শাকসবজির পুষ্টিগুণ অনেকাংশেই নষ্ট হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, কাঁচাসবজি খুবই পুষ্টিসম্পন্ন খাবার হলেও সেটা কাটা এবং রান্নার ধরনের বিষয়টি গুরুত্বপূর্ণ। আর সে কারণেই শাকসবজির পুষ্টিগুণ ঠিক রাখতে কিছু বিষয় মানতে হয়।

সঠিক নিয়মে শাকসবজি রান্না: পুষ্টিবিদ চামিলি জান্নাত বলেন, আমরা বাজার থেকে সুস্থ থাকার কথা ভেবে পুষ্টিকর শাকসবজি কিনি। তবে কিছু ভুলের কারণে সেই পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই যেসব কৌশল মানতে হবে:

ভালোভাবে পরিষ্কার করা: যেহেতু কাঁচা সবজিতে কীটনাশক বা ফরমালিনের ঝুঁকি থাকে,এই ঝুঁকি এড়াতে শাকসবজি নর্মাল পানিতে লবণ বা ভিনেগার মিশিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। তারপর পানি ঝড়িয়ে পলিথিনে করে ফ্রিজে রাখবেন, সর্বোচ্চ দুই দিন।কিন্তু চেষ্টা করবেন সাথে সাথেই রান্না করবার ফ্রোজেন না করে, এতে পুষ্টিগুণ তুলনামূলক ভালো পাবেন।

কেটে ধোয়া যাবে না: কোনোভাবেই শাকসবজি কাটার পর সেটা ধোয়া যাবেনা। প্রথমে গোটা সবজি ধুয়ে নিতে হবে এবং চেষ্টা করতে হবে সবজি টুকরো গুলো যেন বেশি ছোট না হয়।সবজি কাটার পর ধুলে সবজিতে থাকা পানিতে দ্রবণীয় ভিটামিন গুলো বের হয়ে যায়।এতে করে শাকসবজি খেলেন ঠিকি কিন্তু শাকসবজিতে থাকা ভিটামিন বা পুষ্টি পেলেন না।

মৃদু আঁচে রান্না: অনেকেই উচ্চ আঁচে রান্না করেন। এটা করা যাবে না। এই ভুলের কারণে সবজির পুষ্টিগুণ অটুট থাকে না। এমনকি অনেকে সবজি সেদ্ধ করে সেরে সেই পানি ফেলে দেন এতে পুরোপরি পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

সঠিক তেলের মাত্রা: শাকসবজি রান্না করতে পরিমাণ মতো তেল ব্যবহার করতে হবে,কেননা গ্রামে বা কিছু এলাকায় ফ্রেশ শাকসবজি পাওয়া সত্ত্বেও তারা তেল ব্যবহার না করে রান্না করেন।যাতে করে শাকসবজিতে থাকা ফেট সলোউবল ভিটামিন গুলো নষ্ট হয়ে যায়।
ঢেকে রান্না: রান্নার সময় ঢাকনা ব্যবহার করে রান্না করতে হবে এবং পানি কম ব্যবহার করে, চুলোর মিডিয়াম আঁচে রান্না শেষ করতে হবে।

হালকা মশলা: সবজিগুলোকে একসাথে মশলা কম দিয়ে মাখিয়ে, অল্প সময়ে রান্না শেষ করতে হবে।

ভিটামিন সি: শাকসবজি খাবার সময় ভিটামিন সি যুক্ত খাবার, (যেমন-লেবু,কাঁচামরিচ) অবশ্যই রাখতে হবে। কারণ শাকসবজি তে থাকা ভিটামিন, মিনারেলস,আয়রন শরীরে শোষিত হবেনা ভিটামিন-সি ছাড়া।

ফ্রোজেন করা: অনেকেই সময় বাজাতে একসঙ্গে অনেক বেশি সবজি কিনে ফ্রোজেন করেন। এটা করা যাবে না কারণ এতে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ