বিশ্বজুড়ে ভালোবাসার রং বলতে যেন লালকেই বুঝি আমরা সবাই। তাই ভালোবাসার মাসে লাল রঙে নিজেকে সাজিয়ে আকর্ষণীয় সব ছবি শেয়ার করছেন টালিউড সুন্দরীরা। লেহেঙ্গা বা শাড়ির মতো এথনিক আউটফিট হোক আর পশ্চিমা ঘরানার গাউন বা ড্রেস—লালের কোনো তুলনা নেই। বৈচিত্র্যময় লাল পোশাকে তারকাদের ইনস্টাগ্রামে শেয়ার করা আকর্ষণে ভরা ছবিগুলো দেখে নেওয়া যাক এবারে।
লাল হল্টারনেক স্ট্রেপ গাউনে উষ্ণতা ছড়াচ্ছেন টালি সুন্দরী মিমি। কানে স্টেটমেন্ট দুল, হাতে ব্রেসলেট, রেড লিপস, কালো আইলাইনার দেওয়া চোখ আর স্লিক বানে বেশ স্টাইলিশ লাগছে অভিনেত্রীকে।
রাইমা সেনের পরনের এই লাল গাউন সত্যিই আবেদন কাড়ছে। কোমর থেকে নিচের অংশটুকুতে আছে রুশড ডিটেল ডিজাইন। ওয়ান শোল্ডার এই গাউনের মূল আকর্ষণ রাফেলড স্লিভ।
এই লুকেও তিনি সমান আবেদনময়ী। মিরর ওয়ার্ক করা স্লিভলেস ব্লাউজের সঙ্গে জুটি হয়েছে একরঙা লাল শিফন শাড়ি।
হল্টারনেক, ব্যাকলেস ভেলভেট গাউনে দর্শনা বণিক। সঙ্গে ডায়মন্ডের দুল আর সফট কার্ল হেয়ারস্টাইল বেছে নিয়েছেন তিনি
স্লিভলেস ব্লাউজের সঙ্গে সোনালি ফ্লোরাল কাজের লাল শাড়িতে অভিনেত্রী।
আদ্রিজা রায় পরেছেন সোনালি কারুকাজের লাল লেহেঙ্গা।
স্ট্রেপি ব্যাক স্যাটিন গাউনে লাস্যময়ী নুসরাত জাহান।
স্ট্রেপলেস, সাইড স্লিট লাল গাউনে ফ্রেমবন্দী হয়েছেন সৌরসেনী মৈত্র। এই গাউনের অন্যতম আকর্ষণ কোমরের অংশের বো এক্সটেনশন। এর সঙ্গে কানে বড় আকারের স্টেটমেন্ট দুল পরেছেন অভিনেত্রী। যেখানে শোভা পাচ্ছে লাল গোলাপের নকশা।
এই লুকে অভিনেত্রী পরেছেন ফ্লোর ছোঁয়া, ওয়ান শোল্ডার লাল গাউন।
ভালোবাসার মাসে ঊষসী রায় পরেছেন স্ট্রেপলেস লাল গাউন। কানে মুক্তার দুল।
বং সুন্দরী শোলাঙ্কি রায় নজর কাড়ছেন ড্রেপড বডিকন ড্রেসে। অভিনেত্রীর সিম্পল লুকে ধরা পড়েছে স্নিগ্ধ আমেজ।
লাল ব্লেজার লুকে আবেদন ছড়াচ্ছেন স্বস্তিকা দত্ত। লাল লিপস্টিক আর সোনালি লেয়ারড নেকপিস পরেছেন সঙ্গে।