অমর একুশের চেতনা আমাদের সংস্কৃতিতে এতটাই গভীর যে বহু বছর ধরে এই দিনে নানা আয়োজনের সঙ্গে পোশাকেও ধারণ করা হয় একুশের শোক, শ্রদ্ধা ও গৌরবগাথা বিষয়গুলো। প্রতিবছরের মতোই কে ক্রাফট পূর্ণমর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে এই দিন উপলক্ষে বিশেষ পোশাকের সংগ্রহ নিয়ে এসেছে।
বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে গর্ব করার মতো বিশেষ দিনগুলোকে সর্বদাই পোশাকের মাধ্যমে তুলে ধরতে কে ক্রাফটের প্রচেষ্টা অব্যাহত থাকে। একুশের সংগ্রহ প্রতিষ্ঠানটির সব বিক্রয়কেন্দ্রে ফেব্রুয়ারি মাস ধরে কে ক্রাফটের আগ্রহী ও সহযোগী সম্মানিত ক্রেতাদের জন্য উপস্থিত থাকবে।
এবারের নকশা অনুপ্রেরণায় বর্ণ ও শব্দমালার বিন্যাস, ফুলেল ও জ্যামিতিক নিয়ে সৃজনশীল অলংকরণে তৈরি হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, লং কুর্তি, পাঞ্জাবি, শার্ট, টি–শার্ট। শিশুদের জন্য রয়েছে সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, পাঞ্জাবি ও শার্ট।
তাঁত, সুতি, লিনেন, সিল্ক কাপড়ে তৈরি পোশাকগুলোয় নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, স্ক্রিন ও ব্লক প্রিন্ট এবং টাইডাই মিডিয়ার ব্যবহার হয়েছে। রঙের ক্ষেত্রে নেওয়া হয়েছে শোকের কালো, সূর্যের লাল, বিষণ্নতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক সাদার সমতলকে।
ছবি: কে ক্রাফট