সর্বশেষ
পলাশবাড়ীতে চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো ৩ বছরের শিশু
সাঘাটা সমাজসেবা কর্মকর্তার অনিনয়ম-দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন ও  স্বারক লিপি প্রদান
চীনা হাসপাতাল নির্মাণ দাবি সাদুল্লাপুরবাসীর
বান্ধবীকে বিয়ে করলেন নায়িকা
দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ
চীনের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে তার বিরোধিতা করব, হুঁশিয়ারি চীনের 
শেরপুরে দুই’শ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
গরমে চোখ-মুখ ফোলাভাব কমাতে যা করতে পারেন
সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ
পারভেজ হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের
‘আমার বাবার কোনো কবর নেই, চার বছর ধরে লাশের খোঁজে আছি’
আল্লামা ইকবাল, মুসলিম জাতীয়তাবাদ ও বাংলাদেশের স্বাধীনতা একসূত্রে গাঁথা
ফ্রান্সিস, যিনি বদলে দিয়েছিলেন ক্যাথলিক চার্চকে
৩৩ বছরে কতজনকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি, জানতে চান হাইকোর্ট
গোপন সামরিক তথ্য শেয়ার, ফের বিতর্কের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

জামায়াত নেতা আজাহারুল ইসলামের অবিলম্বে মুক্তি ও দলের নিবন্ধনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মৃত্যুদন্ড মওকুফ করে অবিলম্বে মুক্তি ও দলের নিবন্ধনের দাবিতে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা আমীর আব্দুল করিম সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা আমীর ও বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুর রহিম সরকার। সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, পলাশবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি নুরুন্নবী প্রধান, শহর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জু, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর মাস্টার আবুল হোসেন, পলাশবাড়ী উপজেলা আমীর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহিম হোসেন, সাদুল্যাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও তাদের দোসরদের কারণে দীর্ঘদিন থেকে মিথ্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত হয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তি হয়নি। তারা বিক্ষুব্ধ হয়ে বলেন, দেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হলেও অনেক নেতাকর্মীর মুক্তি হলেও এখনও এই নেতার মুক্তি না হওয়ায় আমরা বিস্ময় প্রকাশ করছি। বক্তারা তাঁর অবিলম্বে মুক্তির জন্যে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান। তা না হলে তাঁর মুক্তির ব্যাপারে আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ