সর্বশেষ
নির্মাণ সামগ্রী খোলা স্থানে রাখায় পরিবেশ মন্ত্রণালয়ের জরিমানা
সরকারি প্রতিষ্ঠানে ৯৯ পদে চাকরি, ১৮ বছরেই আবেদনের সুযোগ
‌‘মাথায় ক্যামেরা, খুনের পর সেলফি তুলেছিল তারা’
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ক্রিকেটাররা, থাকবেন তামিমও
আজ যেমন থাকবে ঢাকার আকাশ
চ্যাট ও ছবি ফাঁস হওয়া ঠেকাবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
আগামী নির্বাচনে ‘এক্স ফ্যাক্টর’ ইসলামি দল
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি
আড়াই লাখের জিম্বাবুয়ের কাছেও পাত্তা পায় না আট লাখের বাংলাদেশ
কাশ্মীরে পর্যটকরা অস্ত্র নিয়ে এসেছিলেন, দাবি পাকিস্তানের
হামজার ‘অভিষেক’ ম্যাচের টিকিট নিয়ে বিশেষ ব্যবস্থা বাফুফের
মিরপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড
আ.লীগ নিষিদ্ধ ও বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে যা বললেন জামায়াত সেক্রেটারি
পোপের আংটি
ত্বকের জন্য মহাবিপদ সংকেত হতে পারে জলবায়ু পরিবর্তন, কী করবেন তাহলে

গোবিন্দগঞ্জে আলু স্টোরে বুকিং স্লিপ না পেয়ে ক্ষুব্ধ কৃষকদের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হিমাদ্রি কোল্ড স্টোরেজে ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে আলুর বুকিং স্লিপ না পেয়ে শত শত কৃষক ক্ষুব্ধ হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। জানা গেছে, গোবিন্দগঞ্জ হিমাদ্রি কোল্ড স্টোরেজে মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে কৃষকরা বুকিং স্লিপ নেয়ার জন্য সেখানে আসে। কিন্তু কোল্ড স্টোরেজের ম্যানেজার কৃষকদের বুকিং স্লিপ না দিয়ে তালবাহানা করে অযথা সময় ক্ষেপণ করেন।

এক পর্যায়ে দুপুরের দিকে তিনি আলুর বুকিং স্লিপ দেয়া শেষ হয়ে গেছে বলে কৃষকদের জানালে উপস্থিত কৃষকরা ক্ষোভে ফেঁটে পড়েন। পরে তারা ক্ষুব্ধ হয়ে আলুর বুকিং কার্ড পাওয়ার দাবীতে কোল্ড স্টোরেজের মেইন গেট অবরুদ্ধ করে রাখাসহ কোল্ড স্টোরেজের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় তারা বলেন, স্টোরেজের ম্যানেজার অসৎ উদ্দেশ্যে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে আলুর সমস্ত বুকিং স্লিপ প্রদান করেছেন- তাই তাদের কাছ থেকে সরবরাহকৃত বুকিং স্লিপ ফিরিয়ে নিয়ে প্রকৃত কৃষকদের মাঝে তা বিতরণ করার দাবী জানান। এ বিষয়ে জানতে চাইলে হিমাদ্রি কোল্ড স্টোরেজের ম্যানেজার মোজাম্মেল হক বলেন, এ বছরের জন্য বরাদ্দকৃত বুকিং স্লিপ গত ৩ দিনেই বিতরণ করা শেষ হয়েছে- বুকিং স্লিপ না থাকলে আমাদের করার কি আছে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেয়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ