ফ্যাশনবোদ্ধারা ধারণা করছেন, ২০২৫ সালের ফ্যাশন হবে স্মৃতিকাতরতা ও নিজস্বতার মিশেলে পরিপূর্ণ। বছরজুড়ে ট্রেন্ডে থাকছে এসব নকশার পোশাক ও অনুষঙ্গ।
নতুন বছর আসার সঙ্গে জুড়ে থাকে নতুন ট্রেন্ড। সময়ের সঙ্গে ফ্যাশন ট্রেন্ডের আমেজ ফিকে হলেও কিছু আবার ফিরেও আসে। ২০২৫ সালে এসে এ নিয়মের ব্যতিক্রম ঘটছে না। জেনে নেওয়া যাক, এ বছর ট্রেন্ডের শীর্ষে থাকবে যেসব ফ্যাশন।
লেপার্ড প্রিন্ট
লেপার্ড বা চিতাবাঘের প্রিন্ট এগজোটিক ফ্যাশন ট্রেন্ড হিসেবে ২০২৪ সালজুড়েই ট্রেন্ডে ছিল। তবে এই প্রিন্ট এত দিন সীমাবদ্ধ ছিল জিনস ও জ্যাকেটে। ২০২৪ সাল পেরিয়ে যাওয়ার পরও এই ট্রেন্ড ফিকে হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না ফ্যাশনবোদ্ধারা।
২০২৫ সালে লেপার্ড বা চিতাবাঘের প্রিন্টের ড্রেসের কদর থাকবে সবচেয়ে বেশি। স্টাইলিশ এই প্রিন্টের চাহিদা বেড়েছে ১৩৬ শতাংশ।
ক্লাচ ব্যাগ
ক্লাচ ব্যাগ হাতে ধরা ও কাঁধে ঝোলানো উভয়ই করা যায়। হাতে ধরা ব্যাগের ভেতরে থাকে অ্যাটাচেবল চেইন, যা জুড়ে দিয়ে মুহূর্তেই তৈরি হয়ে যায় ঝোলানো ব্যাগ। নানাভাবে ব্যবহার ও উপযোগিতার কারণে ক্লাচ ব্যাগ এ বছরও থাকছে ট্রেন্ডে।
পরিসংখ্যান বলছে, ডিজাইনার ক্লাচ ব্যাগের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে ৯১ শতাংশ। তবে ২০২৫-এ ট্রেন্ডে থাকবে সাশ্রয়ী ও ডিজাইনার ব্যাগের ডিউপ। এমনই ধারণা মিডিয়া ভিশনের।
লো রাইজ জিনস
জিনস বরাবরই জনপ্রিয়। কখনো ট্রেন্ডে ফিরেছে বেল বটমস, কখনো–বা স্কিনি জিনস। তবে ২০২৫-এ ট্রেন্ডে ফিরছে ২৫ বছর আগের লো রাইজ জিনস। লো রাইজ জিনস ওয়াইটুকের শীর্ষ ফ্যাশন ট্রেন্ড হিসেবে বিবেচিত। এ বছর ফ্যাশনে নিজস্বতার সঙ্গে নস্টালজিয়ার মিলের ব্যাপারটি ফুটে উঠছে এই ট্রেন্ডে।
নিজস্ব কাস্টমাইজড ফ্যাশন
পোশাক ও অনুষঙ্গ নিজের মনের মতো ও সবার থেকে আলাদা হোক, এমনটিই চান সবাই। ২০২৫ সালেও ধরে রেখেছেন এই চাহিদা। মিডিয়া ভিশনের পিআরপ্রধান অ্যানাবেল স্যাকার বলছেন, এই বছরের ট্রেন্ডের বিশেষ বিষয় হচ্ছে, মানুষ তার নিজস্বতা ও স্মৃতিকাতরতা দুটি বিষয়ই ধরে রাখতে চাইছে তাদের পোশাকে।
সাম্প্রতিক সময়ে কাস্টমাইজড টোট ব্যাগের চাহিদা বেড়েছে ৩৮৯ শতাংশ অবধি। নিজস্বতা সবাই বজায় রাখতে চায়, এ ধারণা থেকেই বছরজুড়ে শুধু কাস্টমাইজড টোট ব্যাগ নয়, ট্রেন্ডে থাকবে কাস্টমাইজড পোশাক, গয়না, প্রসাধনী থেকে শুরু করে সবকিছু।