স্মরণকালের হ্যাপেনিং আর ব্যয়বহুল বিয়েবাড়ির কথা ভাবলেই ভারতের ধনকুবের আম্বানি পরিবারের ছোটছেলে অনন্তের সঙ্গে রাধিকা মার্চেন্টের বিয়ের কথা মনে পড়ে যায়। আর সে সময় হবুবউ আর পরবর্তীতে নববধূ রাধিকার ফ্যাশন ছিল আলোচনার তুঙ্গে। এমনিতে অত্যন্ত সুন্দরী আর ফ্যাশনেবল বলে আম্বানিদের ছোট বউয়ের আছে বিশেষ সুনাম। চলুন তবে দেখে নিই আজকাল তিনি কেমন ফ্যাশন করছেন।
সব্যসাচীর সিলভার জুবিলিতে স্বামী অনন্তের সঙ্গে ম্যাচ করে রূপালি কাজের কালো ফিউশন শাড়ি পরেছেন রাধিকা
অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে এক পার্টিতে সোনালি সিকুইনের ব্লাউজ আর শেডের শাড়িতে দেখা যাচ্ছে রাধিকাকে
মনোমুগ্ধকর শ্বেতশুভ্র লুকে আম্বানিদের ছোট বউ
হলটারনেক কালো ফ্লোরাল ডিজাইনের ফ্রকে মোহময়ী লাগছে তাঁকে
অফিসে এমন বসলেডি লুকে দেখা যায় রাধিকাকে
অন্টরপ্রনর সাময়িকীর প্রচ্ছদে এই লুকে ধরা দিয়েছেন রাধিকা। সেমি ফরমাল ড্রেসে আভিজাত্যের ছোঁয়া
বিয়ের পর প্রথম জন্মদিনে এমন সাদা হলটারনেক টপ পরেন তিনি, সঙ্গে লাল স্কার্ট।
প্যান্ট স্যুটে ক্যাজুয়াল লুকে নজর কাড়ছেন তিনি
বন্ধুর বিয়েতে এমন ঝলমলে শাড়ির সাজে দেখা গিয়েছে তাঁকে
ছবি: ইন্সটাগ্রাম