হরেক কিসিমের পোশাক পরে মাঝেমাঝেই শিরোনামে উঠে আসেন মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। এমন এমন জিনিসপত্র ব্যবহার করে উরফি পোশাক গড়েন যা দেখে অবাক বনে যান তাঁর ভক্তরা। কখনও কখনও ধেয়ে আসে সমালোচনাও। তবে সেসব সমালোচনায় খুব একটা কান দেন না তিনি। কান দেন না তাঁর ভক্তরাও।
ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ৫৩ লক্ষেরও বেশি। সম্প্রতি সেই ইনস্টাগ্রামেই উরফি আপলোড করেছেন বেশ কিছু ছবি যা দেখে ঘুম ছুটেছে ভক্তদের।
প্রথমে উরফিকে দেখা গিয়েছে কালো রঙের গাউন এবং কেপ জ্যাকেটে। সঙ্গে হাতে ছিল সোনালী কাফ।
দ্বিতীয় অবতারে উরফি ধরা দিয়েছেন সবুজ এমব্রয়ডারি করা ব্রালেট এবং হলুদ ড্রেপড স্কার্টে। সঙ্গে ছিল মানানসই চুরি এবং কানের দুল। পাহাড়ি সিঁড়িতে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন উরফি।
তৃতীয় পোশাকটি সবচেয়ে প্রশংসা কুড়িয়েছে উরফির অনুরাগী মহলে। সোনালী বিড দেওয়া ফ্রিঞ্জ টপ ও কালো প্যান্টে মোহময়ী রূপে ধরা দিয়েছেন উরফি। সঙ্গে ছিল কানের দুল ও কাফ।
সর্বশেষ ছবিতে উরফিকে দেখা যাচ্ছে লাল গাউনে। কোমরের নিচের দিকটি স্বচ্ছ জালের মতো। পায়ে উঁচু হিল দেওয়া জুতো। ভক্তদের জন্য নিজের পায়ের ছবি আলাদা করেও পোস্ট করেছেন উরফি।
প্রকাশের সঙ্গে সঙ্গেই তুমুল ভাইরল উরফির নতুন অবতারের ছবি। সঙ্গে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। তবে এই জনপ্রিয়তা নতুন নয় উরফির কাছে। আগেও হরেক অবতারে ভক্তদের মনে ঝড় তুলেছিলেন তিনি।
কখনও কয়েকটি ফটো ছাড়া অন্য কোনও পোশাক গায়ে রাখেননি তিনি। কখনও বক্ষ যুগল ঢেকে রেখেছিলেন ঝুলন্ত মোবাইলে।