বলিউডের দেশি গার্ল একজনই। ‘দোস্তানা’ সিনেমার এই আইকনিক গানের মাধ্যমে এই খেতাব জিতে নিয়েছেন বিশ্বসুন্দরী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে বেশ কিছুদিন রাজত্ব করার পর বিখ্যাত গায়ক নিক জোনাসকে বিয়ে করে থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রে। মালতীর মা হয়েছেন। আর সেই সঙ্গে চলছিল হলিউড মাতানো অভিনয় ক্যারিয়ার।
অনেকে বলেন নেপোটিজমের শিকার হয়েই বলিউড থেকে এই দুরত্ব তাঁর। তবে সম্প্রতি নিজের ভাইয়ের বিয়ে উপলক্ষে সপরিবার এসেছেন এই অভিনেত্রী ভারতে। এর মাঝেই কফি উইথ করণে উপস্থিত হয়েছেন, দেখা দিয়েছেন নানা আকর্ষণীয় লুকে। মডেলিং করার পাশাপাশি বলিউডে দাপটে ফিরে আসার ইঙ্গিত মিলছে এবার সফরে প্রিয়াঙ্কার কথায়। এখন শুধু অপেক্ষার পালা।
চারকোল রঙের ওয়ান শোল্ডার মনোক্রোম র্যাপ ড্রেসে থাই স্লিট ডিজাইন। মোহনীয় লাগছেন প্রিয়াঙ্কা খোলা চুল আর হিলসে
কার্ল করা চুল আর কানবালা বা চান্দবালির লুকে ডিপনেক পাঞ্জাবি সালোয়ার স্যুট পরেছেন এই অভিনেত্রী।
পেন্সিল স্কার্টটি পুরো দৈর্ঘ্যের। ম্যাচিং সিকুইনের কালো ব্রালেটে আবেদন ছড়াচ্ছেন প্রিয়াঙ্কা
প্যাস্টেল মিন্ট লেহেঙ্গায় রাজকীয় লুকে দেখা যাচ্ছে তাঁর
বুলগারির জুয়েলারি তো থাকবেই। সেই সঙ্গে ডিপনেক স্লিপ ড্রেসটির প্যান্টোন কালার যেন এই অভিনেত্রীর অপূর্ব গায়ের রঙের সঙ্গে মিশে গিয়েছে
ডিপ ড্রেপড হার্ট নেকলাইনের অফ দ্য শোল্ডার সাদা ফ্লোরাল গাউনে মালতীর মা। আর মালতী পরেছে ফ্লোরাল বেবি পিংক লেহেঙ্গা
নুডল স্ট্র্যাপের হলুদ লেহেঙ্গার সঙ্গে প্রিয়াঙ্কা ঝোলানো লম্বা দুল পরেছেন
ছবি: প্রিয়াঙ্কার ইন্সটাগ্রাম