২০১৫ সালে অভিষেক হয়েছে কন্নড় সিনেমায়। এরপর একের পর এক তেলেগু হিট উপহার দিয়েছেন নাভা নাতেশ। অত্যন্ত আবেদনময়ী এই নায়িকার অন্যরকম আকর্ষণীয় মুখশ্রী আর চমৎকার ফিগারের কারণে সকলেই তাঁর রূপে মজে থাকেন।
সুপারহিট তেলেগু সিনেমা ‘আইস্মার্ট শংকর’-এ অভিনয় করে সকলের কাছে পরিচিত হয়েছেন তিনি ‘আইস্মার্ট বিউটি’ হিসেবে। চলুন তবে এই দক্ষিণি সুন্দরীর আবেদনময় সব লুকে দেখে আসি ইন্সটাগ্রাম থেকে।
ব্যাকলেস ডিজাইনের ম্যাচিং ব্লাউজ দিয়ে সোনালি কারুকাজের বেগুনি শাড়ি পরেছেন নাভা। চুলে টিপিক্যাল দক্ষিণি ফুলের সাজ বেণিতে
ওয়ান শোল্ডার ট্যাংক টপের সঙ্গে ম্যাচিং কালো থাই স্লিট স্কার্ট পরেছেন তিনি
এখানে নাভাকে দেখা যাচ্ছে সাদা ব্রালেট আর মিনিস্কার্টের সঙ্গে ম্যাচিং সাদা জ্যাকেট পরতে
ডিপনেক ব্লাউজে শাড়ির সাজে আবেদন ছড়াচ্ছেন নাভা
আইস্মার্ট বিউটি নামে জনপ্রিয় নাভা এখানে লাল শিয়ার ফেব্রিকের ড্রেস পরেছেন সারং ড্রেপের
এখানে তিনি বেছে নিয়েছেন ঝলমলে সোনালি লেহেঙ্গার সাজ
সোনালি তারার প্রিন্টের কালো স্লিভলেস ড্রেসে আকর্ষণীয় নাভা
অফ দ্য শোল্ডার কালো থাই স্লিট ড্রেসের সঙ্গে নজর কাড়ছে মুক্তার দুই লহরের মালা
স্পোর্টি লুকে দেখা যাচ্ছে এখানে তাঁকে
ট্র্যাডিশনাল দক্ষিণি শাড়ির সাজেও সমান আবেদনময়ী নাভা নাতেশ
ছবি: নাভা নাতেশের ইন্সটাগ্রাম