অভিনেতা শাকিব খানের স্টারডম এখন অন্য লেভেলে চলে গিয়েছে। বাংলাদেশে মেগাস্টার এখন একমাত্র তিনিই। সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে ওঠা তাঁর অভিনয়শৈলী আর ক্যারিশম্যাটিক পর্দা উপস্থিতি এক কথায় তুলনাহীন। এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে তাঁর প্রতীক্ষিত সিনেমা বরবাদ। আর এর সদ্য মুক্তি পাওয়া টিজারে শাকিব খানের একই সঙ্গে ভয়ঙ্কর আর আকর্ষণীয় লুক নজর কাড়ছে সকলের। তবে সেই সঙ্গে টিজারে এক ঝলক দেখা গিয়েছে এক মায়াময় সুন্দরীকে।
আর তাঁকে নীতু বলে পরিচয় করিয়ে দিচ্ছেন শাকিব খান নিজেই। এখানে এক সংলাপে শাকিব বলছেন, তিনি অতীত বা ভবিষ্যত কিছুই বোঝেন না। তিনি শুধু বোঝেন নীতুকে না পেলে সব বরবাদ করে দেবেন তিনি। জানা গিয়েছে, এই নীতু আমাদের সবার প্রিয় ইধিকা পাল। কলকাতার এই অভিনেত্রী এর আগেও শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমায় জুটি বেঁধে সকলের প্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি টালিউডের সবচেয়ে বড় তারকা দেবের সঙ্গে সিনেমায় চিত্রায়িত তাঁর কিশোরী গান তো রীতিমতো ভাইরাল। চলুন তবে এই পানপাতার মতো সুন্দর মায়াময় মুখশ্রী আর পরিমিত আবেদনে আকর্ষণীয় অভিনেত্রীর কিছু সাম্প্রতিক লুক দেখে আসি।
একইসঙ্গে মায়া আর আকর্ষণ কাজ করে ইধিকার লুকে। লম্বা বেণিতে ফুল আর ট্র্যাডিশনাল শাড়িতে দেখা যাচ্ছে তাঁকে এখানে
জেনজি ভাইবের ওভারসাইজড শার্ট আর মাইক্রো শর্টস পরেছেন তিনি
এখানে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে রেট্রো আমেজের সাদা-কালো শিফন, স্লিভলেস ব্লাউজ আর রোদচশমায়
কোকড়া চুলের লুকে ইধিকা পরেছেন ফুলেল স্কার্ট আর ডিপনেক স্লিভলেস কালো টপ
ঝুমকা, টিপ, লম্বা বেণি আর সালওয়ার কামিজের এমন মিষ্টি লুকেই সবাই পছন্দ করেন পর্দার ইধিকাকে
কালো স্ট্র্যান্ডস আর সিকুইনে আকর্ষণীয় টপ আর প্যান্টের লুকে দেখা যাচ্ছে এখানে ইধিকাকে
গোলাপি শিফন শাড়ি আর ম্যাচিং স্লিভলেস ব্লাউজে সুন্দরী ইধিকা
মাঝে মাঝে এমন ক্যাজুয়াল ওয়েস্টার্নেও দেখা ম এলে তাঁর এখানে ইধিকা পরেছেন ডিস্ট্রেসড জিন্স, কালো টপ আর বেইজ জ্যাকেট।
ছবি: ইধিকার ইন্সটাগ্রাম