খুব অল্প বয়সেই বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে নিজের পরিচয় পোক্ত করে ফেলেছেন অনন্যা গুহ। টালিপাড়ার পরিচিত মুখ তিনি। ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর হিসেবেও বিপুল জনপ্রিয়তা রয়েছে তাঁর। তবে আলাদা করে ২১ বছর বয়সী এই অভিনেত্রীর ফ্যাশন সেন্সের কথা বলতেই হয়।
নানা ধরনের স্টাইলিশ লুকে তাঁকে প্রায়ই দেখা যায়। ফ্যাশনিস্তা-ভক্তের সংখ্যাও তাঁর কম নয়। চলুন, অভিনেত্রীর ফ্যাশনেবল আর স্টাইলিশ কিছু লুক দেখে আসি আজ।
স্ট্র্যাপলেস ম্যাজেন্টা টপ টাক ইন করেছেন ডেনিম প্যান্টের সঙ্গে। জুটি হয়েছে মার্কিন ব্র্যান্ড সিকের কালো বেল্ট।
ওয়ান শোল্ডার হলুদ মিনি ড্রেসের সঙ্গে ডেইজি ফুলের নকশার দুল পরেছেন। ছেড়ে রেখেছেন চুল। হাতে শোভা পাচ্ছে মেহেদি।
জমকালো পার্টি লুকে তিনি বেছে নিয়েছেন সিকুইনের গাউন। মেকআপে চোখের সাজ পেয়েছে গুরুত্ব।
ফ্লোরাল প্রিন্টের ফুলস্লিভ কোরসেট টপ পরেছেন তিনি। মিনিমাল জুয়েলারিতে সেজেছেন। আকর্ষণ কাড়ছে চোখের রাউন্ড সানগ্লাস।
ডিপ ভি নেক টপ আর হাইওয়েস্ট স্কার্টের সঙ্গে আলাদাভাবে আকর্ষণ কাড়ছে অক্সিডাইসের জুয়েলারি। ভারি চোকার আর কানে দুল পরেছেন। চোখের কাজলেও বেশ সুন্দর লাগছে তাঁকে।
পার্লকোর থিমে সেজেছেন অনন্যা। তাঁকে রূপকথার রাজকন্যার মতোই লাগছে এই শাড়ির লুকে।
কালো লেদারের স্টাইলিশ আউটফিটে নজর কাড়ছেন অনন্যা। ক্রপড জ্যাকেট আর মিনি স্কার্ট পরেছেন তিনি। করেছেন গ্ল্যামারাস মেকআপ।
ডেনিম অন ডেনিম লুকে হাস্যোজ্জ্বল অনন্যা।
মিকি মাউস প্রিন্টের শার্টের সঙ্গে হাইওয়েস্ট কালো স্কার্ট জুটি হয়েছে। বেশ মিষ্টি লাগছে অভিনেত্রীকে।
ন্যুডল স্ট্র্যাপের স্লিভলেস ব্লাউজের সঙ্গে নীল-সবুজ জলছাপের শাড়িতে ফ্রেমবন্দী হয়েছেন অনন্যা।
ওয়ান শোল্ডার গাউনের সঙ্গে কার্ল হেয়ারস্টাইলের লুকে অন্য রকম অনন্যা। চোখের সাজে শোভা বাড়িয়েছে নীল আইশ্যাডো আর কাজল।
সমুদ্রস্নানে অভিনেত্রী বেছে নিয়েছেন ফ্লোরাল কো-অর্ড সেট।
সমুদ্রপাড়ে বেছে নিয়েছেন লাল কো-অর্ড সেট। স্লিভলেস টপ আর স্লিট স্কার্টের সঙ্গে ছেড়ে রেখেছেন চুল। কানে গোঁজা সাদা কাঠগোলাপ।
লেহেঙ্গার এথনিক লুকে। ব্যাকলেস ও স্লিভলেস টপের সঙ্গে ফ্লোরাল এমব্রয়ডারি করা স্কার্ট পরেছেন তিনি।
স্ট্র্যাপলেস ব্লাউজের সঙ্গে সাদা চিকনকারি শাড়ির গ্ল্যামারাস লুকে ফ্রেমে ধরা দিয়েছেন অভিনেত্রী। গোলাপি আভার মেকআপ করেছেন তিনি।