সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মৃত্যুর গুজবে তৈরি করা ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪, যমুনা টিভি ও দৈনিক জনকণ্ঠের নাম ও ডিজাইন ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়।
তবে রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, এসব গণমাধ্যম কোনোভাবেই এমন সংবাদ প্রকাশ করেনি। বরং, তাদের ডিজাইন নকল করে ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে যাচাই করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর সত্যতা মেলেনি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমর স্ক্যানার।
সুতরাং, চ্যানেল২৪, যমুনা টিভি ও জনকণ্ঠের নামে প্রচারিত এসব ফটোকার্ড সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।